বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি ভারতে তাদের ’14’ নাম্বার সিরিজের অধীনে চারটি স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে realme 14x, 14 Pro, realme 14 Pro+ এবং 14 Pro Lite স্মার্টফোনগুলি পেশ করা হয়েছে। এবার কোম্পানি এই সিরিজের অধীনে পাঁচ নাম্বার মডেল লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই মাস্যা তাদের নতুন realme 14T 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আসন্ন realme 14T 5G ফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
realme 14T 5G এর ভারতীয় লঞ্চ ডেট
আগামী 25 এপ্রিল realme 14T 5G ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। এই ফোনটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে বাজারে পেশ করা হবে। 25 এপ্রিল দুপুর 12 টা সময়ে realme 14T 5G ফোনের দাম এবং ডিটেইলস সম্পর্কে জানানো হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট সহ ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে realme 14T 5G ফোনের ভারতীয় লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রিমিং করা যাবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে realme 14T 5G ফোনের প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে এবং এর মাধ্যমে ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে।
realme 14T 5G এর স্পেসিফিকেশন
realme 14T 5G ফোনটি শক্তিশালী 6,000mAh ব্যাটারি সহ বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ফোনটিতে 17.2 ঘন্টা পর্যন্ত YouTube বা 12.5 ঘন্টা পর্যন্ত Instagram ব্যাবহার করা যাবে। একইভাবে এই শক্তিশালী ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য realme 14T 5G ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
realme 14T 5G ফোনটিতে AMOLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে দেওয়া হবে। এই পাঞ্চ-হোল স্টাইলের ফ্ল্যাট ডিসপ্লেতে 2100 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই স্ক্রিনে TÜV Rheinland সার্টিফিকেশন থাকবে, ফলে রাতের বেলায় ফোনটি ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটির থিকনেস মাত্র 7.97mm হবে।
ফটোগ্রাফির জন্য realme 14T 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সাপোর্ট থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং AI ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। জল ও ধুলোর হাত থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP69 রেটিং থাকবে। ফোনটিতে 300% Ultra Volume Mode রয়েছে। জানিয়ে রাখি realme 14T 5G ফোনটি Silken Green, Violet Grace এবং Satin Ink মতো কালার অপশনে বাজারে লঞ্চ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।