বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অবশেষে Realme আনুষ্ঠানিকভাবে তাদের নতুন স্মার্টফোন সিরিজ Realme 15 সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ২৪ জুলাই ভারতে Realme 15 5G এবং Realme 15 Pro 5G স্মার্টফোন দুটি লঞ্চ করা হবে। শুধু লঞ্চ ডেটই নয়, কোম্পানির তরফে এই ডিভাইসগুলির অফিসিয়াল ইমেজও প্রকাশ করা হয়েছে, যার মাধ্যমে ফোনগুলির ডিজাইন সম্পর্কে পরিষ্কার ধারণা মিলেছে। চলুন দেখে নেওয়া যাক Realme 15 সিরিজের ডিজাইন, ফিচার এবং লঞ্চ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
🗓️ Realme 15 সিরিজের ভারতীয় লঞ্চ ডেট
কোম্পানির প্রকাশিত টিজার ইমেজে দেখা গেছে, ২৪ জুলাই ভারতে Realme 15 সিরিজ লঞ্চ হবে।
এই দিন সন্ধ্যা ৭টা নাগাদ ফোন দুটি উন্মোচিত হবে।
Realme তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বলিউড অভিনেতা ভিকি কৌশল-এর নাম ঘোষণা করেছে।
টিজার অনুযায়ী, Realme 15 5G এবং Realme 15 Pro 5G ফোন দুটি দুর্দান্ত ফটোগ্রাফি ফিচার সহ আসছে।
🎨 ডিজাইন ও কালার অপশন
Realme 15 5G ও Realme 15 Pro 5G ফোনে ফ্ল্যাট রেয়ার প্যানেল এবং সাইড ফ্রেম রয়েছে।
পিছনের দিকে বাম পাশে একটি আয়তকার ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে, যাতে রয়েছে তিনটি গোলাকৃতি কাটআউট।
ক্যামেরা ইউনিটের উপরে ও নিচে দুটি LED ফ্ল্যাশ, এবং তৃতীয় সেন্সরে RGB লাইট রিং দেখা গেছে।
Realme 15 Pro ফোনটি তিনটি রঙে আসবে – Flowing Silver, Velvet Green, এবং Silk Purple।
⚙️ সম্ভাব্য স্পেসিফিকেশন
কোম্পানির দাবি অনুযায়ী, Pro মডেলে ফ্ল্যাগশিপ ফিচার থাকবে, যা সাধারণত আগে “প্লাস” মডেলে দেখা যেত।
এই সিরিজে থাকবে এআই ভিত্তিক ফিচার, যার মধ্যে একটি বিশেষ ফিচার হলো – AI Edit Genie, যা ভয়েস কমান্ডে ছবি এডিট করতে সাহায্য করবে।
রিপোর্ট অনুযায়ী, Realme 15 সিরিজে থাকতে পারে Snapdragon 7 Gen 4 প্রসেসর – যা আগের মডেলের তুলনায় অনেক উন্নত।
Realme 15 ফোনটি আসতে পারে দুইটি ভ্যারিয়েন্টে –
৮GB RAM + ১২৮GB স্টোরেজ
১২GB RAM + ৫১২GB স্টোরেজ
Realme 15 Pro মডেলেও থাকবে ৮GB এবং ১২GB RAM অপশন, যার সঙ্গে ১২৮GB, ২৫৬GB এবং ৫১২GB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।
উভয় ফোনেই থাকতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
এই সিরিজের মাধ্যমে Realme আবারও তাদের মিড-রেঞ্জ সেগমেন্টে দারুণ কিছু ফিচার এবং পারফরম্যান্স আনতে চলেছে বলে মনে করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।