বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ১৫ থেকে ১৬ হাজার টাকার বাজেটে নতুন স্মার্টফোন কিনতে চান তবে লেটেস্ট Realme 5G ফোনটি একটি ভাল অপশন হতে পারে। আসলে Amazon সাইটে রিয়েলমির এই নতুন ফোনটি 2500 টাকার ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। রিয়েলমির 5জি ফোনটি 16,998 টাকায় লিস্ট করা। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমির কোন ফোন কত টাকা সস্তায় কেনা যাবে।
Realme Narzo 70 Turbo 5G ফোনের দাম কত : রিয়েলমি নারজো 70 5জি ফোনটি 2500 টাকার কুপন ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। তবে রিয়েলমি নারজো ফোনটি 16,998 টাকায় লিস্ট করা। এই দামে ফোনের 6GB RAM+128GB স্টোরেজ অপশন বিক্রি করা হচ্ছে। তবে 2500 টাকার ছাড়ের পর ফোনের দাম কমে 14,499 টাকা হয় যাবে।
নারজো 70 টার্বো 5জি ফোনটি এক্সচেঞ্জ অফারেও কেনা যাবে। তবে বলে দি এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
রিয়েলমি নারজো 70 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে :
কোম্পানি এই ফোনে 2400*1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.67-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি 120Hz রিফ্রেশ রেট, 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে কোম্পানি LED Flash সহ ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করেছে। এতে 50MP AI মেইন ক্যামেরা সহ একটি 2MP পোট্রেট সেন্সর পেয়ার করা। সেলফি তোলার জন্য কোম্পানি এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার দিতে এই ফোনে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে। এই ব্যাটারি 45W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।