Realme 8i: কম দামে ভালো ক্যামেরা আর দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোন রিয়েলমি ৮আই

Realme 8i রিয়েলমি ৮আই

রিয়েলমি ৮আই ভারতের মার্কেটে পাওয়া যাচ্ছে। কাউকে যদি প্রশ্ন করা হয় বর্তমান স্মার্টফোন বাজারে রিয়েলমি স্মার্টফোন ব্রান্ডের কোন সিরিজটি সবচেয়ে জনপ্রিয়, সহজ উত্তর হবে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজের রিয়েলমির প্রতিটি ফোনই বাজারে ব্যাপক সারা ফেলেছে। সাথে যদি আই থাকে তাহলে তো আরও অনেক ফিচারসহ থাকে! বাংলাদেশের বাজারে রিয়েলমি ফাইভ আই ২০২০ সালে সর্বোচ্চ বিক্রিত স্মার্টফোন হিসেবে নির্বাচিত হয়েছিল। মার্কেটে আসার আগেই Realme 8i ফোনের বেশকিছু ফিচার কাস্টমারদের নজর কেরেছে।

কিছু মানুষ গ্যাজেট পাগল। বাজারে নতুন কোনো গ্যাজেট আসলেই তার খুঁটি-নাটি মানুষের কাছে তুলে ধরাই অন্যতম লক্ষ্য থাকে।

Realme 8i রিয়েলমি ৮আই

চলুন দেখে নেই এই ফোনটি আপনার জন্য উপযুক্ত কীনা? Realme 8i ফোনের স্পেসিফিকেশনঃ

★ ফোনটিতে ৬.৫৯ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে। ফোনটির ওজন ১৯৪ গ্রাম।
★ রিয়েলমি ৮আই ফোনটির ডিসপ্লেতে ১২০ হার্যের রিফ্রেশ রেট সুবিধা থাকবে।
★ প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও জি৯৬ প্রসেসর
★ পেছনের ক্যামেরা সেটাপ ৫০+২+২ মেগাপিক্সেল। সামনের ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।
★ সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
★ Realme 8i এর পাওয়ার সেকশনে ৫০০০ এমএইচ ব্যাটারির সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার থাকবে।
★ টাইপ সি পোর্টের সাপোর্ট পাবেন।
★ এন্ড্রয়েট ভার্সন ১১ পাবেন।

রিয়েলমি ৮আই ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্ট সহযোগে। এদের মধ্যে বেস মডেল অর্থাৎ 4GB RAM ও 64GB স্টোরেজ স্পেসের দাম ভারতে 13,999 টাকা। অন্য দিকে আবার ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ কনফিগারেশনের দাম ভারতে 15,999 টাকা। Realme 8i ফোনের দুটি কালার মডেল রয়েছে – স্পেস ব্ল্যাক এবং স্পেস পার্পল।

ডুয়াল সিম সাপোর্টেড Realme 8i ফোনটি সফ্টওয়্যারের দিক থেকে চালিত হবে Android 11 অপারেটিং সিস্টেম বেসড কোম্পানির নিজস্ব Realme UI 2.0 দ্বারা। রিয়েলমি ৮আই ফোনে একটি 6.6 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1080X2412 পিক্সেলস, স্ক্রিন টু বডি রেশিও 90.8%, 100% DCI-P3 কালার গ্যামুট এবং Dragontrail Pro প্রোটেকশন সাপোর্ট করবে। এই ডিসপ্লের ব্রাইটনেস লেভেল থাকবে 600 nits থেকে 1 nit এর মধ্যে। ডায়নামিক রিফ্রেশ রেট থাকছে, যার ছয়টি ভিন্ন লেভেল রয়েছে – 30Hz, 48Hz, 50Hz, 60Hz, 90Hz এবং 120Hz। এছাড়াও, রিয়েলমি ৮আই ফোনের ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট 180Hz।

দেশে ইন্টারনেটের দাম বাড়ানোর প্রস্তাব