বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি তাদের ৯ সিরিজের একাধিক ফোনে বাংলাদেশের বাজারে দাম কমিয়েছে। সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় দিয়েছে চীনের এই প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান। রিয়েলমি ৯ সিরিজের ফোনগুলো এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে, এই সিরিজের ‘প্রো’ ডিভাইসগুলোতে আছে অসাধারণ ক্যামেরা, দৃষ্টিনন্দন ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের রিয়েলমি ৯ ফোরজি ফোন ২ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে ২৪ হাজার ৯৯৯ টাকায়, ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজের রিয়েলমি ৯ প্রো ফাইভজি ফোন ৪ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে ২৭ হাজার ৯৯৯ টাকায় এবং একই র্যাম-রমের রিয়েলমি ৯ প্রো প্লাস ৫ হাজার টাকা ছাড়ে কেনা যাচ্ছে ৩৪ হাজার ৯৯৯ টাকায়। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে এই মূল্যছাড়।
রিয়েলমি ৯ ফোরজিতে রয়েছে সর্বশেষ এইচএম ৬ সেন্সরের উচ্চমানের ১০৮ মেগাপিক্সেল প্রোলাইট ক্যামেরা। ফলে ব্যবহারকারীরা কম আলোতেও ঝকঝকে ছবি তুলতে পারবেন। ৯০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৬ ন্যানোমিটারের শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, রিপল হলোগ্রাফিক ডিজাইন, ৫০০০ এমএএইচের বিশাল ব্যাটারি (৩৩ ওয়াট ডার্ট চার্জ)।
৫জি পারফরমেন্সকে শক্তিশালী করতে রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনে আছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ফাইভজি প্রসেসর। ফোনটির সুপার স্মুথ ৯০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে স্মার্টফোনের অভিজ্ঞতাকে দেবে অনন্য মাত্রা।
স্মার্টফোনটি রিয়েলমির প্রথম ফোন যাতে সূর্যোদয় থেকে অনুপ্রাণিত হওয়া লাইট শিফট ডিজাইন ব্যবহার করা হয়েছে। ফোনটির লাইট শিফট স্লিম ডিজাইনের কারণে এটি সূর্যের আলো বা আলট্রাভায়োলেট রশ্মির সংস্পর্শে আসা মাত্র রঙ পরিবর্তন করবে।
অন্যদিকে স্মার্টফোনকে নিরবচ্ছিন্নভাবে ব্যবহার উপযোগী করে তুলতে রিয়েলমি ৯ প্রোতে আছে ১২০ হার্টজ আলট্রা স্মুথ ডিসপ্লের সঙ্গে স্ন্যাপড্রাগন ৬ সিরিজের ফাইভজি প্রসেসর। সঙ্গে রয়েছে ফ্ল্যাগশিপ নাইটস্কেপ ক্যামেরা। ফোনটিতে রয়েছে ডার্ট চার্জ সাপোর্টের ব্যাটারি, এতে করে ব্যবহারকারীরা বিরামহীনভাবে কনটেন্ট দেখতে বা গেমিং করতে পারবেন। রিয়েলমি ৯ প্রো প্লাস ও ৯ প্রো দুটি ফোনই প্রযুক্তিপ্রেমীদের পরিপূর্ণ ৫জির অভিজ্ঞতা দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।