বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Realme 9i 5G-র ভারতের দাম শুরু মাত্র ১৪,৯৯৯ টাকা থেকে। ফলে লোয়ার-মিড রেঞ্জ দামের স্মার্টফোনের বাজারে নতুন অপশন এটি। আগামী ২৪ অগস্ট রাত ১২টায় Flipkart এবং Realme.com-এ সেল শুরু হচ্ছে। এক নজরে দেখুন স্পেসিফিকেশন।
Realme 9i 5G-তে MediaTek Dimensity 810 5G SoC চিপসেট রয়েছে। মোটামুটি গেমিংয়ের জন্য ফোনটি যথেষ্ট। স্মার্টফোনটিতে Android 12 অপারেটিং সিস্টেম রয়েছে। তাতে রিয়েলমির নিজস্ব UI রয়েছে।
Realme 9i 5G-তে একটি ৬.৬-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। রিফ্রেশ রেট ৯০Hz। ২৪০৮x১০৮০p রেজোলিউশন রয়েছে। ফোনের রিয়ার ক্যামেরা সেটআপে ৫০MP প্রাইমারি সেন্সর (f/1.8 অ্যাপারচার), ২MP B&W সেন্সর এবং একটি ২MP ম্যাক্রো সেন্সর রয়েছে।
রিয়েলমি নাইন আই ফাইভ জি-তে সেলফির জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকছে। Realme 9i-এর দুটি ভেরিয়েন্ট পাবেন-৪ জিবি+ ৬৮ জিবি এবং ৬ জিবি + ১২৮ জিবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।