কমদামে আকর্ষণীয় ডিজাইনের সেরা ফাইভজি স্মার্টফোন

realme-9i-5g

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে 5G লঞ্চ আর কয়েক সপ্তাহের অপেক্ষা। এই পরিস্থিতিতে প্রায় সব কোম্পানি নিজেদের 5G ফোন লঞ্চে ব্যস্ত। প্রিমিয়াম সেগমেন্টে এতদিন 5G ফোন বাজারে এলেও বাজেট সেগমেন্টে খুব বেই অপশন ছিল না। সেই বাজারে থাবা বসাতেই সম্প্রতি লঞ্চ হয়েছে Realme 9i 5G। লঞ্চের পরেই শুরু হয়েছিল বিক্রি। 15,00 টাকার কম দামের এই ফোন কেমন পারফর্ম করল? ক্যামেরা ও ব্যাটারি কেমন? পড়ুন Realme 9i 5G রিভিউ।

realme-9i-5g

Realme 9i 5G -তে ব্যবহার হয়েছে লেজার লাইট ডিজাইন। ফলে এই ফোনের ব্যাক প্যানেল অন্যান্য ফোনের থেকে অনেক বেশি আকর্ষণীয়। Realme 9i 5G -তে থাকছে 6.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে তুলনামূলক বাল্কি ডিজাইন দেখা যাবে। যে কারণে এই ফোন সঙ্গে নিয়ে ঘোরে অনেক সময় আরামদায়ক নাও হতে পারে।

এই ফোনে খুব আহামরি ডিসপ্লে ব্যবহার হয়নি। Netflix, Amazon Prime -এ ওয়েব সিরিজ দেখার সময় এই ফোনের ডিসপ্লে খুব ভালো মনে হয়নি। 90 Hz রিফ্রেশ রেটের সঙ্গে এই ফোনে 180 Hz টাচ স্যামপ্লিং রেট পাওয়া যাবে। এই ফোনের ডান দিকে ভলিউম বাটন ও বাঁ দিকে পাওয়ার বাটন দিয়েছে Realme। পাওয়ার বাটনের সঙ্গেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের পিছনে তিনটি পৃথক বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকছে। সঙ্গে রয়েছে LED ফ্ল্যাশ। ফোনের সামনে ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। এছাড়াই ডিসপ্লের নীচে তুলনামূলক চওড়া বেজেল থাকছে।

Realme 9i 5G -তে ব্যবহার হয়েছে Mediatek Dimensity 810 চিপসেট। 4GB ও 6GB RAM সহ কেনা যাবে এই ফোন। এই ফোনে মাল্টিটাস্কিং, হালকা গেমিং, ওয়েব ব্রাউজিং করতে কোন সমস্যা হবে না। যদিও হাই গ্রাফিক্স গেম খেলতে সমস্যায় পড়তে হবে। তবে হালকা গেমিং খুব সহজেই হ্যান্ডেল করতে পারবেন এই চিপসেট। এই ফোনে হাই গ্রাফিক্স গেম খেলার সময় নিয়মিত ল্যাগ ও ফ্রেম ড্রপ হয়েছে। শুধু সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, চ্যাটিং ও ভিডিও স্ট্রিমিংয়ের জন্য সস্তায় ভালো ফোন কেনার কথা ভেবে থাকলে আপনার জন্য আদর্শ অপশন হয়ে উঠতে পারে Realme 9i 5G।

Realme 9i 5G -তে থাকছে 50 MP প্রাইমারি ক্যামেরা। সঙ্গে 2টি 2 MP ক্যামেরা থাকছে। এছাড়াও এই ফোনে রয়েছে 8 MP সেলফি ক্যামেরা। যদিও এই ফোনের ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতা খুব ভালো নয়। Realme 9i 5G -র পিছনের ক্যামেরায় দিনের আলোতে ভালো ছবি উঠবে। সেলফি ক্যামেরার মাধ্যমেও দিনের আলোতে ভালো ছবি তুলতে পারবেন। বাজেট সেগমেন্টে অন্যান্য ফোনের তুলনায় কিছুটা ভালো পারফর্ম করেছে এই ফোনের ক্যামেরা। কম খরচে তুলনামূলক ভালো ক্যামেরার ফোন কিনতে চাইলে দেখে নিতে পারেন Realme 9i 5G।

Realme 9i 5G-তে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে পাবেন 18 W ফাস্ট চার্জ সাপোর্ট। এক চার্জে প্রায় দেড় দিন চলবে এই ফোনের ব্যাটারি। যদিও এই দামে অনেক দ্রুত চার্জিংয়ের ফোন পাওয়া যাচ্ছে। 5,000 mAh ব্যাটারি থাকার কারণে এই ফোনের ব্যাটারি চার্জ হতে অনেক সময় লেগে যাবে। সম্পূর্ণ চার্জ হতে 1 ঘণ্টার বেশি সময় লাগবে। এই ফোনে ফাস্ট চার্জিং ব্যবহার হলে প্রতিযোগীদের থেকে অনেকটা এগিয়ে যেত Realme 9i 5G।

রেল স্টেশনে মুহূর্তের মধ্যে দুইবার প্রাণে বাঁচল যাত্রী

64 GB ও 128 GB স্টোরেজে পাওয়া যাবে Realme 9i 5G। 4 GB RAM + 64 GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 14,999 টাকা। অন্যদিকে 6 GB RAM + 128 GB স্টোরেজে এই ফোনের দা, 16,999 টাকা। কম খরচে 5G ফোন কেনার পরিকল্পনা থাকলে অবশ্যই Realme 9i 5G কেনার কথা ভেবে দেখতে পারেন।