চাইনিজ টেক ব্র্যান্ড Realme আবারও টেক দুনিয়ায় সাড়া ফেলতে চলেছে। গত মে মাসে তারা 10,000mAh ব্যাটারির একটি প্রোটোটাইপ স্মার্টফোন উন্মোচন করেছিল। এবার আরও শক্তিশালী ব্যাটারি নিয়ে হাজির হচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী ২৭ আগস্ট, বুধবার লঞ্চ হতে চলেছে Realme-এর 15,000mAh ব্যাটারি যুক্ত স্মার্টফোন। শুধু বিশাল ব্যাটারি নয়, ফোনটিতে থাকছে বিশেষ বিল্ট-ইন কুলিং সিস্টেম (AC Inside) যা স্মার্টফোন ঠান্ডা রাখবে।
Realme 15,000mAh ফোনে AC ফিচার
রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত একটি রিল ভিডিওতে ফোনটিকে “Chill Fan Phone” নামে উল্লেখ করা হয়েছে। আসলে ফোনটির বাম ফ্রেমে একটি গ্রিল ডিজাইন থাকবে যেখান দিয়ে বাতাস বেরিয়ে আসবে। ফলে ফোনটি অতিরিক্ত গরম হলেও এটি নিজে থেকেই ঠান্ডা হতে পারবে। কোম্পানির দাবি, নতুন এই স্মার্টফোন ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমাতে সক্ষম।
কেন দরকার এই কুলিং সিস্টেম?
স্মার্টফোন এখন শুধু কল বা মেসেজিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার, হাই-এন্ড গেম খেলা কিংবা ভিডিও এডিটিং করার সময় ফোন প্রচুর তাপ উৎপন্ন করে। সাধারণত এসব ক্ষেত্রে ফোনে ভেপার চেম্বার বা হিট পাইপ প্রযুক্তি ব্যবহার করে তাপ কমানো হয়, যাকে প্যাসিভ কুলিং বলা হয়। তবে Realme এবার এনেছে অ্যাক্টিভ কুলিং সিস্টেম, যেখানে ছোট একটি বিল্ট-ইন ফ্যান ফোন ঠান্ডা রাখতে সাহায্য করবে।
Realme ফোনের ডিজাইন ও ক্যামেরা
ফোনটির পিছনে একটি চৌকো ক্যামেরা মডিউল দেওয়া হবে। তবে এতে কয়টি ক্যামেরা থাকবে তা এখনও জানা যায়নি। সব বিস্তারিত তথ্য লঞ্চ ইভেন্টে প্রকাশ করা হবে।
Oppo-র পর Realme
ভারতে এর আগে Oppo K13 Turbo ও Oppo K13 Turbo Pro মডেল লঞ্চ হয়েছিল, যা দেশের প্রথম সেন্ট্রিফিউগাল ফ্যানযুক্ত স্মার্টফোন। এবার Realme আরও এক ধাপ এগিয়ে 15,000mAh ব্যাটারি ও কুলিং সিস্টেমসহ ফোন বাজারে আনছে, যা নিঃসন্দেহে স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ড গড়বে।
Realme-র আগের কনসেপ্ট ফোন
গত মে মাসে Realme একটি কনসেপ্ট ফোন দেখিয়েছিল, যেখানে ছিল 10,000mAh ব্যাটারি ও 320W ফাস্ট চার্জিং সাপোর্ট। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওজন ছিল মাত্র 200 গ্রামের একটু বেশি এবং পুরুত্ব ছিল 8.5 মিমি। প্রতিষ্ঠানটির দাবি ছিল, তারা একটি বিশেষ ‘মিনি ডায়মন্ড আর্কিটেকচার’ ব্যবহার করে অভ্যন্তরীণ অংশ পুনর্বিন্যাস করেছে, যাতে বিশাল ব্যাটারির জন্য যথেষ্ট জায়গা তৈরি করা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।