বিনোদন ডেস্ক : সম্প্রতি রিয়েল মির তরফে জিটি নিও ৫ নামের একটি মোবাইল লঞ্চ করা হয়েছে। তবে কোম্পানির তরফে থেকে এর একটি লাইট ভার্সন বাজারে আনার প্রচেষ্টা চলছে। শোনা যাচ্ছে রিয়েল মির তরফে এই নতুন ফোন নিও জিটি ৫ এসই নামে বাজারে আনতে পারে কোম্পানি।তবে নাম যাই হোক না কেন, রিয়েল মি জিটি নিও ৫ এর থেকে সস্তার ফোন হবে এটি।
তবে এই নতুন ফোনের বেশ কিছু বৈশিষ্ট্য ফাঁস হয়েছে অনলাইনে। প্রথমিকভাবে এই ফোন লঞ্চ করা হবে চিনে। যা সম্ভবত রেডমির নোট টার্বোর সঙ্গে প্রতিযোগীতায় নামবে। এপ্রিলে লঞ্চ হবে এই স্মার্টফোন।
যে যে বৈশিষ্ট্য গুলি এই ফোনটিতে থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হল এতে পাওয়া যেতে পারে ১.৫ হাজারে অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকছে ফোনটিতে।কোয়ালকমের স্ন্যাপড্রাগনের ৭+ চিপ থাকবে স্মার্টফোনটিতে। ৫০০০ এমএইচের ব্যটারি থাকছে এতে।ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে ফোনে থাকবে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।