বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বর্তমান সময়ের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের একটি রিয়েলমি। চীনের এই প্রতিষ্ঠান বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি সি৩১। ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজে ফোনটি কেনা যাবে ১০ হাজার টাকায়। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের জন্য গুনতে হবে সাড়ে ১১ হাজার টাকা।
রিয়েলমির সি সিরিজের ফোনটিতে থাকছে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ১১ এবং ইউআই আর এডিশনে চলবে ফোনটি।
ফোনের ব্যাকসাইডে রয়েছে ৩টি ক্যামেরা। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সাথে রয়েছে ৪এক্স ডিজিটাল জুম সুবিধা। ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সরের পাশাপাশি সেলফি তুলতে থাকছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। বলা যায় ৩ ক্যামেরার দারুণ এক স্মার্টফোন এটি।
৫০০০ এমএএইচ ব্যাটারির এই ফোনের ওজন ১৯৭ গ্রাম। এই ফোনের সর্বোচ্চ স্টোরেজের পরিমাণ ৬৪ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
কানেক্টিভিটিকে থাকছে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫, টাইপ- সি ইউএসবি পোর্ট। এছাড়াও থাকছে ফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।