বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এসময়ের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি রিয়েলমি সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতীয় নাগরিকদের জন্য লঞ্চ করে দিয়েছে তাদের নতুন স্মার্টফোন। এই স্মার্টফোনটিকে ৯,০০০ টাকার কম দামে বিশ্বের সবথেকে পাতলা স্মার্টফোন হিসেবে জানাচ্ছে রিয়েলমি। এই সপ্তাহেই এই নতুন স্মার্টফোন রিয়েল মি সি ৩১ লঞ্চ করে দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়া মুদ্রার নিরিখে এই স্মার্টফোনের দাম ভারতের বাজারে মোটামুটি সাড়ে আট হাজার টাকার কাছাকাছি রাখা হয়েছে। আজ এই কোম্পানির ভারতীয় উইং জানিয়ে দিয়েছে, চলতি বছরের ৩১ মার্চ রিয়েলমির এই নতুন স্মার্টফোন লন্চ করছে। ভারতে যদিও ইতিমধ্যেই এই স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে।
রিয়েলমি কোম্পানির ভারতীয় শাখার ওয়েবসাইটে ইতিমধ্যেই এই Realme C31 স্মার্টফোনের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছে। এই স্মার্টফোনে আপনাদের জন্য থাকছে আল্ট্রা সেভিং মোড এবং ৫,০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি। এছাড়াও ১৩ মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা ইউনিট থাকছে। সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো, এত কম দামের ফোন হলেও এই স্মার্টফোনে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হচ্ছে। এই ডিভাইসের সামনে ওয়াটার ড্রপ নচ থাকবে। এছাড়াও ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক আপনারা পেয়ে যাবেন এই স্মার্টফোনে। এই স্মার্টফোনে আপনাদের জন্য মাইক্রোফোন এবং একটি ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হচ্ছে। তবে এই ডিভাইসের সব থেকে বড় ইউএসপি হল এর পাতলা ডিজাইন। জানানো হয়েছে এই স্মার্টফোনটি মাত্র ৮.৪ মিলিমিটার স্লিম, যা এই রেঞ্জের নিরিখে বেশ কম।
ভারতে এই নতুন স্মার্টফোনে ৬.৫ ইঞ্চি এলসিডি প্যানেল দেওয়া হচ্ছে। এই প্যানেলের রেজোলিউশন হবে এইচডি প্লাস। এই প্যানেলের সঙ্গে আপনারা পেয়ে যাবেন ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ১৩ মেগা পিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা। এছাড়াও ২ মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগা পিক্সেলের ডেপ্থ ক্যামেরা থাকছে এই স্মার্টফোনের সঙ্গে। স্মার্টফোনে আপনাদের জন্যই ইউনিএসওসি টি৬১২ প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাটারিটি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করতে পারে। এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১১ সাপোর্ট রয়েছে এবং তার সাথেই রয়েছে রিয়েলমি ইউ আই সাপোর্ট।
অতিরিক্ত স্টোরেজের জন্য দেওয়া হয়েছে মাইক্রো-এসডি কার্ডের স্লট। এমনিতে এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৩ অথবা ৪ জিবি RAM অপশনে। এছাড়াও থাকছে ৩২ অথবা ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। যারা একেবারে এন্ট্রি লেভেল স্মার্ট ফোন ব্যবহার করতে চান এবং শুধুমাত্র কিছু বেসিক কাজ করার জন্য আপনার স্মার্টফোন প্রয়োজন হয় তাহলে Realme C31 আপনার প্রথম পছন্দ হতেই পারে।
দেশের বাজারে আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ স্যামসাংয়ের নতুন ফোন গ্যালাক্সি এ৫৩
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।