বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি দেশের বাজারে এনেছে চ্যাম্পিয়ন সিরিজের সি-৫৩ ফোনটি। ১২ জিবি পর্যন্ত ডায়নামিক র্যাম, ১২৮ জিবি স্টোরেজ ও ৭.৪৯ মিলিমিটার বডির রিয়েলমি সি-৫৩ এই সেগমেন্টের গেমচেঞ্জার স্মার্টফোন। শাইনি চ্যাম্পিয়ন ডিজাইনের জমকালো এই ফোনটির দাম ১৭ হাজার ৯৯৯ টাকা।
৩৩ ওয়াট সুপারভুক চার্জারের সাহায্যে ব্যবহারকারী এখন মাত্র ৩১ মিনিটের মধ্যেই ফোন ৫০ শতাংশ চার্জ করতে পারবেন। এই সিরিজের আগের ফোন ১০ ওয়াট চার্জের সি-৩৩ ডিভাইসের তুলনায় এই ফোনটির চার্জিং স্পিড শতভাগ বৃদ্ধি করা হয়েছে। নিশ্চিন্ত চার্জিং পারফরম্যান্সের মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সি-৫৩ ডিভাইসে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি।
রিয়েলমি সি-৫৩ ডিভাইসে টি-৬১২ অক্টাকোর চিপসেটের পাশাপাশি এই সেগমেন্টের সবচেয়ে বড় স্টোরেজ সুবিধা আছে এবং ১২ জিবি পর্যন্ত ডায়নামিক র্যাম ও ১২৮ জিবি রম রয়েছে। এর ডিআরই র্যাম এক্সপানশন টেকনোলজির মাধ্যমে ছয় জিবি র্যামের সাথে আরো ছয় জিবি র্যাম যোগ করা যাবে, মোট ১২ জিবি র্যামের এই সুবিধা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরো উন্নত করবে।
আজই শুরু করুন এই ব্যবসা, মাসে ইনকাম হবে ৫০ হাজার টাকারও বেশী
ফটোগ্রাফিপ্রেমীদের জন্য ফোনটিতে রয়েছে এফ/১.৮ অ্যাপারচার ও পাঁচ পিক্সেল লেন্সসহ ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও এফ/৩.০ অ্যাপারচারসহ বিঅ্যান্ডডব্লিউ লেন্স। পাশাপাশি, ফোনটির সামনে রয়েছে আট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সি-৫৩ ডিভাইসের বিভিন্ন উদ্ভাবনী ইমেজ ফাংশনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের ছবি তুলতে পারবেন খুব সহজেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।