অনেক ক্রেতা মনে করেছিলেন যে, ২০ হাজার টাকার মধ্যে realme c55 মডেলের ফোনটি সবথেকে উপযুক্ত হবে। ফোনটির অনন্য ও সুন্দর ডিজাইন আপনাকে মুগ্ধ করবে। তবে এই স্মার্টফোনটির বেশ কিছু নেতিবাচক দিক রয়েছে যা নিয়ে আলোচনা করা দরকার যেনো ফোন কেনার পূর্বে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
ক্যামেরা লেন্সের আকার বেশ বড় হওয়ার কারণে আপনাকে ব্যাক কভার ব্যবহার করতেই হবে। তা না হলে স্ক্র্যাচ পড়ে যাবে। সেকেন্ডারি নয়েস ক্যানসেলেশনের কোন ফিচার দেওয়া হয়নি এই স্মার্টফোনে।
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের অ্যানিমেশন স্লো মনে হয়েছে। ৯০ হার্জ রিফ্রেশ রেটের কথা বলা হলেও ফোনটি চালাতে গিয়ে ল্যাগ ও ফ্রেম ড্রপের সম্মুখীন হতে হয়েছে। স্মুথলি স্ক্রলিং করা সম্ভব হয়নি সব জায়গায়।
HDR এর ফিচার দেওয়া হয়নি এখানে। ফোরকে রেজুলেশন বজায় রেখে ভিডিও চালু করতে গেলে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ফোনটিতে EMMC টাইপের স্টোরেজ সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটি বেশ পুরোনো ও দুর্বল স্টোরেজ সিস্টেম। যদি UFS 2.1 সিস্টেম ব্যবহার করা হতো তাহলে ডাটা ট্রান্সফার সিস্টেমে উন্নতি লক্ষ্য করা যেতো।
পাশাপাশি পুরনো মডেলের মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপসেট ব্যবহার করা হয়েছে এ স্মার্টফোনে। স্টোরেজ সিস্টেম এবং প্রসেসর হচ্ছে ফোনটির সবথেকে দুর্বল দুইটি দিক।
পাবজি সহ বিভিন্ন গেম খেলতে গেলে আপনি স্মুথলি খেলতে পারবেন না। realme এর এ ইন্টারফেজের সবথেকে বড় সমস্যা হচ্ছে অপ্রয়োজনীয় ও বিরক্তিকর বিজ্ঞাপন বারবার আসতে থাকবে। একদম দরকার নেই এরকম অ্যাপ্লিকেশন ইন্সটল করার জন্য নোটিফিকেশন আসতে থাকবে।
ফোনটিতে প্রি-ইনস্টলড অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যা মোটেও আপনার প্রয়োজন নেই। একই দামে রিয়েলমির প্রতিদ্বন্দ্বী অন্যান্য ব্র্যান্ড আলট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স দিতে সক্ষম হয়েছে। সেখানে রিয়েলমির এ ফোনে কোন আলট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স দেওয়া হয়নি।
স্মার্টফোনটির ক্যামেরায় যে ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে তা তেমন কাজে লাগবে না। তাছাড়া ফোনটির সেলফি ক্যামেরা ভালো ছবি তুলতে সক্ষম নয়। স্মার্টফোনটির লো-লাইট ফটোগ্রাফি মোটেও সন্তোষজনক নয়।
প্রসেসরের দুর্বলতার কারণে ইমেজ প্রসেসিং এর অবস্থা বেশি নাজুক। স্মার্টফোনটিতে স্টোরেজ এবং চিপসেটের দুর্বলতার কারণে অনেক নরমাল কাজেও ল্যাগ দেখা যাবে। এমনকি ইন্টারনেট ব্রাউজিং ও নরমাল গেম খেলার ক্ষেত্রেও ভালো পারফরম্যান্স পাওয়া যাবে না।
শুধুমাত্র যারা একেবারেই নরমাল কাজ করার জন্য মোবাইল ক্রয় করতে চান তাদের জন্য এটি উপযুক্ত। স্মার্টফোনে অন্তত মিডিয়াটেক জি৯৬ চিপসেট এবং ইউএফএস ২.১ টাইপের স্টোরেজ সিস্টেম দেওয়া উচিত ছিল। শুধুমাত্র বাজে পারফরম্যান্সের জন্য এই বাজেটে realme c55 মোবাইলটি ক্রয় করার পর হতাশ হতে হবে।
যারা ক্যামেরার জন্য স্মার্টফোনটি ক্রয় করতে চাচ্ছেন তাদের এটি এড়িয়ে যাওয়া উত্তম হবে। শুধুমাত্র ভালো ডিজাইনের জন্য ফোনটি ক্রয় করলে আপনার লস হতে পারে। এখানে আইফোনের মত ডায়নামিক আইসল্যান্ডের ফিচার দেওয়ার চেষ্টা করা হলেও তা তেমন কার্যকরী নয়। ফোনটি ভালো দামে পাওয়া গেলেও একই দামে আপনি অল্টারনেটিভ শক্তিশালী প্রসেসর এবং উন্নত কোয়ালিটির ক্যামেরার হ্যান্ডসেট পেয়ে যাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।