বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে Realme C63 স্মার্টফোনের দাম কমাল Realme। ২৩ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই ফিচারযুক্ত এই স্মার্টফোনটি গ্রাহকরা এখন পাবেন ১৫ হাজার ৯৯৯ টাকায়। আগে ফোনটির দাম ছিল ১৬ হাজার ৯৯৯ টাকা।
চীনা কোম্পানি রিয়েলমি তাদের Realme C63 স্মার্টফোনটিতে রয়েছে আধুনিকসব ফিচার। দ্রুত চার্জ হতে ফোনটিতে থাকছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবস্থাসহ ৫ হাজার এমএএইচ ব্যাটারি।
ফোনটি ১০ মিনিটে ২০ শতাংশ, ৩০ মিনিটে অর্ধেক এবং ৭৯ মিনিটে পুরোপুরি চার্জ হয়। আর মাত্র ৩ মিনিট চার্জ করে ইউটিউব দেখা যাবে পুরো ১ঘন্টা।
Realme C63 ফোনটি টিইউভি রেইনল্যান্ড সেফ ফাস্ট-চার্জ সিস্টেম সার্টিফিকেশন পেয়েছে। চার্জিং সিস্টেম সর্বোচ্চ নিরাপত্তা মান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই সার্টিফিকেট পাওয়া যায়।
Xiaomi 15 Ultra: লঞ্চ হতে যাচ্ছে শাওমির সেরা ফিচারের স্মার্টফোন
Realme C63 ফোনটির পেছনে রয়েছে ভেগান লেদার ডিজাইন, যা শুধু ফ্লাগশিপ ফোনেই থাকে। ফোনটি টেকসই এবং দাগ প্রতিরোধক। এতে রয়েছে এয়ার জেস্টার এবং রেইনওয়াটার স্মার্ট টাচের মতো ফ্লাগশিপ লেভেলের এআই ফিচার। আগে শুধুমাত্র রিয়েলমি নাম্বারস এবং জিটি সিরিজের স্মার্টফোনে এই ফিচার মিলত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।