বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ১২ আগস্ট রিয়েলমি তাদের সস্তা realme C63 5G স্মার্টফোন পেশ করেছিল। আজ 20 আগস্ট থেকে এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টে সেল শুরু হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া এই ফোনটির সমস্ত মডেলের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Realme C63 5G এর দাম এবং অফার : রিয়েলমি নতুন 5G স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস মডেল 4GB RAM +128GB স্টোরেজ অপশনের দাম মাত্র 10,999 টাকা রাখা হয়েছে। মিড মডেল 6GB RAM +128GB স্টোরেজ অপশনের দাম 11,999 টাকা এবং টপ মডেল 8GB RAM + 128 GB স্টোরেজ অপশন 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
আজ শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে দুপুর 12টা থেকে ফোনটির সেল শুরু হয়েছে। কোম্পানির পক্ষ থেকে লঞ্চ অফার হিসেবে 1,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে পুরনো ফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত বেনিফিট দেওয়া হবে। এই ফোনটি ফরেস্ট গ্রিন এবং স্টারি গোল্ড এর মতো দুটি কালার অপশনে সেল করা হবে।
Realme C63 5G এর 5টি উল্লেখযোগ্য ফিচার : Realme C63 5G ফোনটিতে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 625 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
কোম্পানির পক্ষ থেকে Realme C63 5G স্মার্টফোনটিতে 2.4GHz হাই ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট হেভি গেমিং সহ অন্যান্য অপশনে ভাল পারফরমেন্স পাওয়া যাবে। অর্থাৎ ইউজাররা 5G সহ সবদিক থেকে ভালোভাবে উপভোগ করতে পারবে।
Realme C63 5G স্মার্টফোনটির রেয়ার প্যানেলে 32 मेমেগাপিক্সেল মেইন লেন্স সহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ফিচার দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে ফটো, ভিডিও, নাইট, স্ট্রিট, প্রো, প্যানো, পোট্রেট, টাইম-ল্যাপ্স, স্লো-মো, টেক্সট স্ক্যানার, টিল্ট-শিফ্ট এবং মিভি ডুয়েল ভিডিও এর মতো বিভিন্ন ফিচার রয়েছে। সেলফি জন্য এই ফোনটিতে AI বিউটি ফিচারযুক্ত 8 মেগাপিক্সেল একটি লেন্স যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 10 ওয়াট কুইক চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh সাইজ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি সাহায্যে ফোনটিতে 40.1 ঘণ্টা পর্যন্ত কলিং টাইম পাওয়া যাবে।
Realme C63 5G ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি54 রেটিং এবং দারুণ 5G কানেক্টিভিটির জন্য 9 5G ব্যান্ড এর মতো ফিচার দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।