লঞ্চ হতে যাচ্ছে দুর্দান্ত ফিচারের সঙ্গে ৫জি এর সুবিধা নিয়ে রিয়েলমির নতুন সিরিজ

Realme C65 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত এক মাস ধরে মোবাইল ফোনের বাজারে যথেষ্ট কম স্মার্টফোন লঞ্চ হচ্ছে, তবে ডিসেম্বর পড়তে না পড়তেই আবার একের পর এক ফোন লঞ্চ শুরু হয়ে যাবে। জতদুর শোনা যাচ্ছে আগামী ১২ ডিসেম্বর ভারতে আইকু ১২ লঞ্চ হবে।

Realme C65 5G

আমরা খবর পেয়েছি খুব তাড়াতাড়ি রিয়েলমি তাদের সি সিরিজের অধীনে প্রথম ৫জি স্মার্টফোন পেশ করতে চলেছে। কোম্পানির এই ফোনটি Realme C65 5G নামে লঞ্চ করা হবে। রিয়েলমির অত্যন্ত ঘনিষ্ঠ এক ইন্ডাস্ট্রি সোর্স থেকে আমরা এই খবর পেয়েছি।

ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে আমরা খবর পেয়েছি কোম্পানি ভারতে এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে এবং তিনটি স্টোরেজ অপশনে সেল করবে। এই ফোনের মডেল নাম্বার RMX783 IN এবং এই ফোনটি পার্পল এবং গ্রীন কালারে সেল করা হবে।

এই ফোনে 128জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে, তবে এই ফোনের তিনটি RAM অপশন সেল করা হবে। ফোনটির 4GB, 6GB এবং 8GB RAM ভেরিয়েন্ট পেশ করা হবে।

এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ সম্পর্কে না জানলেও আমাদের পাওয়া খবর অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি ডিসেম্বর মাসের শুরুর দিকে পেশ করা হতে পারে। এই ফোনটি লো বাজেট সেগমেন্টে সেল করা হবে। অর্থাৎ ফোনটির দাম 12 হাজার টাকা থেকে 15 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে।

ক্লাসের মধ্যে ছাত্রের সঙ্গে শিক্ষিকার ড্যান্স ভাইরাল

রিয়েলমির নারজো সিরিজের পরেই স্থান সি সিরিজের এবং এই সিরিজের অধীনে বাজেট ক্যাটাগরির অ্যান্ড্রয়েড ফোন পেশ করা হয়ে থাকে। কোম্পানি সি1 লঞ্চ করে এই ফোনের সূচনা করলেও গত বছর এই সিরিজে সি51, সি53 এবং সি55 নামের ফোনগুলি পেশ করা হয়েছে। বাজেট সেগমেন্টের এই সিরিজের প্রায় প্রতিটি ফোনই যথেষ্ট জনপ্রিয়।