বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি তাদের সি-সিরিজের অধীনে নতুন ফোন লঞ্চের জন্য প্রস্তুত। কোম্পানি নতুন সি-সিরিজের ফোনটি C65 5G হতে চলেছে। এবার কোম্পানি তাদের ফোনের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। রিয়ালমি মিডিয়া ইনভাইট করে জানিয়েছে 26 এপ্রিল realme C65 5G ফোনটি পেশ করা হবে। কোম্পানি লঞ্চের আগেই এই ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানিয়ে দিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।
ভারতে Realme C65 5G ফোনটি লঞ্চ কনফার্ম করা হল। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটির দাম 10,000 টাকার চেয়েও কম হবে। এবার কোম্পানি ঘোষণা করেছে Realme C65 5G ফোনটি 9,999 টাকা দামে পেশ করা হবে। একইসঙ্গে কোম্পানি এই ফোনের বেসকিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনে মিডিয়াটেক ডী6300 চিপসেট ব্যবহার করা হবে। ফলে এই প্রসেসারে এটি বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে লঞ্চ হতে চলেছে। realme C65 5G ফোন সেগমেন্টের বেস্ট 120 হার্টজ ডিসপ্লে রয়েছে, ফলে ইউজাররা আল্ট্রা-স্মুথ ভিউজাল উপভোগ করতে পারবে। এছাড়াও জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP54 রেটিং সহ লঞ্চ করা হবে।
Realme C65 5G এর স্পেসিফিকেশন (লিক)
ডিসপ্লে: Realme C65 5G ফোনটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি 6.67 ইঞ্চির পাঞ্চ-হোল স্টাইল ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এতে 120হার্টজ রিফ্রেশ রেট এবং 950নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে। প্রসেসর: লিক অনুযায়ী Realme C65 5G ফোনটি 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে।
স্টোরেজ: Realme C65 5G ফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এতে 4GB+64GB, 4GB+128GB এবং 6GB+128GB রয়েছে। এই ফোনে 6 জিবি ভার্চুয়াল RAM দেওয়া হতে পারে। ক্যামেরা: Realme C65 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে। লিক অনুযায়ী এই ফোনে 50 মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme C65 5G ফোনে 5,000 এমএএচ ব্যাটারি সহ 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।