বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সবুজ রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে। গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে এই ফোনে ব্যাক প্যানেলের বাঁদিকে উপরের কোণে। সেখানে দুটো ক্যামেরা ইউনিট থাকবে। ২০২৩ সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে একাধিক ফোন লঞ্চ হতে চলেছে ভারতে।
সেই তালিকায় নতুন সংযোজন রিয়েলমি সি৬৭ ৫জি ফোন। আগামী ১৪ ডিসেম্বর ভারতীয় সময় দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হতে চলেছে দেশে এবং এটি একটি বাজেট সেগমেন্টের ৫জি মডেল হতে চলেছে। অর্থাৎ দাম খুব বেশি হবে না, অন্তত বেস মডেলের। এর আগে সেপ্টেম্বর মাসে ভারতে রিয়েল সি৫১ মডেল লঞ্চ হয়েছিল।
তবে সেই ফোনে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট ছিল না। এবার বছর শেষে ভারতে ৫জি ফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি, তাও আবার সাধ্যের মধ্যে দামের রেঞ্জে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে লঞ্চ হতে চলা রিয়েলমি সি সিরিজের এটিই প্রথম ৫জি ফোন। এই ফোনের ডিজাইনও প্রকাশ্যে এসেছে।
সবুজ রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে। গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে এই ফোনে ব্যাক প্যানেলের বাঁদিকে উপরের কোণে। সেখানে দুটো ক্যামেরা ইউনিট থাকবে। একটি আয়তাকার এলইডি ফ্ল্যাশও থাকবে ক্যামেরা মডিউলের সঙ্গে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে চলেছে রিয়েলমি সি৬৭ ৫জি ফোনে।
এছাড়াও রিয়েলমির ভারতে লঞ্চ হতে চলা প্রথম ৫জি ফোনে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। ফোনের ডানদিকের সাইডের অংশে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। বলা হচ্ছে এই ফোন সবচেয়ে পাতলা ৫জি মডেল হতে চলেছে। শোনা যাচ্ছে, এই ফোনের দাম ১২ থেকে ১৫ হাজার টাকার মধ্যে হতে পারে। ৪ জিবি, ৬ জিবি ও ৮ জিবি র্যাম নিয়ে ভারতে লঞ্চ হতে পারে এই ফোন। সবুজের পাশাপাশি বেগুনি রঙেও লঞ্চ হতে পারে রিয়েলমি সি৬৭ ৫জি ফোন।
ডিসেম্বরে ভারতে লঞ্চ হবে আরও বেশ কয়েকটি ফোন : সেই তালিকায় রয়েছে আইকিউওও ১২ ৫জি মডেল। ১২ ডিসেম্বর এই ফোন লঞ্চ হবে ভারতে। ৬.৭৮ ইঞ্চির AMOLED স্ক্রিন থাকবে এই ফোনে যেখানে ১.৫কে রেজোলিউশন সাপোর্ট পাওয়া যাবে এবং ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এটিও একটি ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। এছাড়াও লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২ ৫জি ফোন।
এটি একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকবে ওয়ানপ্লাস ১২ ফোনে। এছাড়াও থাকবে ২কে রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। ওয়ানপ্লাসের এই ফোনও ১২ ডিসেম্বরেই ভারতে লঞ্চ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।