বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি ভারতীয় বাজারে অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড। যারা এই কোম্পানির সবচেয়ে সস্তা 5জি ফোন কিনতে চান তাদের জন্য realme C67 5G ফোনটি বর্তমানে সবচেয়ে সস্তা 5জি ফোন। এই ফোনে এইচডি+ ডিসপ্লে, 4GB/6GB র্যাম, 5000mAh ব্যাটারি এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ প্রসেসর রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই 5জি ফোনটি সম্পর্কে।
বর্তমানে আমাজনে Realme C67 5G ফোনের দাম 11,229 টাকা (Sunny Oasis, 4GB+128GB)। বিভিন্ন প্ল্যাটফর্মে এই ফোনের দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল-
Realme C67 5G ফোনটি Realme এর অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি জনপ্রিয় শপিং সাইট Flipkart এবং Amazon থেকেও কেনা যায়। Amazon-এ Axis ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যাবহার করে Realme C67 5G ফোনটি কিনলে ইনস্ট্যান্ট 7.5% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও মাসিক মাত্র 610 টাকা ইএমআই এর মাধ্যমে এই ফোনটি কেনা যাবে। ফ্লিপকার্টে ইউজাররা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক কার্ডের মাধ্যমে এই ফোনটি কিনলে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও এই ফোনের সঙ্গে আরও অনেক অফার উপভোগ করা যাবে।
Realme C67 5G এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: Realme C67 5G ফোনটিতে 6.72-ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট, 2400 X 1080 পিক্সেল রেজোলিউশন, 91.40 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও এবং 680 নিটস ব্রাইটনেস রয়েছে।
প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালী G57 MC2 জিপিইউ দেওয়া হয়েছে।
স্টোরেজ: এই ফোনে 6GB পর্যন্ত LPDDR4x RAM + 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। এর সঙ্গে এই ফোনে 6GB পর্যন্ত ডায়নামিক RAM ফিচার যোগ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme C67 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে ডুয়েল সিম 5জি, 4জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5.2 এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme C67 5G ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
ওএস: এই নতুন এবং সস্তা ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে Realme UI 4.0 এ কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে দুই বছর অ্যান্ড্রয়েড ওএস আপডেট দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।