বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : গত সপ্তাহে রিয়েলমি গ্লোবাল বাজারে তাদের নতুন Realme C75x স্মার্টফোন লঞ্চ করতে চলেছে বলে জানা গিয়েছিল। এবার এই ফোনের পোস্টার ইন্টারনেটের মাধ্যমে শেয়ার করা হয়েছে। এর মাধ্যমে ফোনের ফটো এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে জানা গেছে। আপকামিং ফোনটি একটি 4G Smartphone হবে, এটি 8GB RAM এবং Helio G81 Ultra প্রসেসর সহ লঞ্চ করা হবে।
Realme C75x এর স্পেসিফিকেশন (লিক)
6.72″ FHD+ 120Hz Screen
MediaTek Helio G81 Ultra
24GB RAM (8GB+16GB)
5,600mAh Battery
45W Fast Charging
ডিসপ্লে ও ডিজাইন
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Realme C75x ফোনে military-grade শকপ্রুফ বডি থাকবে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP66, IP68 ও IP69 রেটিং দেওয়া হবে। লিক অনুযায়ী ফোনটিতে 6.72-ইঞ্চির ফুলএইচডি + পাঞ্চ-হোল ডিসপ্লেতে 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
RAM ও প্রসেসর
লিক হওয়া পোস্টার অনুযায়ী Realme C75x ফোনটিতে 2GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হ্যালিও জি81 আল্ট্রা অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী ফোনটিতে 24GB RAM থাকবে। এই ফোনটিতে 8GB ফিজিক্যাল RAM এবং 16GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 24GB পারফরমেন্স পাওয়া যাবে।
ব্যাটারি ও চার্জিং
Realme C75x ফোনটিতে শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে। লিক হওয়া ডিটেইলসের মাধ্যমে ফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,600এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে। এই ফোনটিতে ইউএসবি টাইপ সি পোর্ট সাপোর্ট করবে।
Samsung Galaxy F05: 50MP ক্যামেরার সঙ্গে দুর্দান্ত ফিচারের সেরা ফোন
কবে লঞ্চ হবে Realme C75x স্মার্টফোন?
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Realme C75x ফোন সম্পর্কিত কোনো ধরনের অফিসিয়াল তথ্য জানা যায়নি, তবে প্রকাশ্যে আসা মার্কেটিং ম্যাটেরিয়াল অনুযায়ী এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারী মাসে Realme C75x ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। প্রথমে এই ফোনটি সাউথ এশিয়ান দেশে লঞ্চ করা হবে। তবে এই Realme C75x ফোনটি ভারতে পেশ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।