বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি ‘সি’ সিরিজ সস্তা স্মার্টফোনের জন্য বেশ সুপরিচিত। কোম্পানির পক্ষ থেকে 2018 সালের সেপ্টেম্বর মাসে Realme C1 ফোনটি মাত্র 6,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই 7 বছরে এই সিরিজের প্রাইস সেগমেন্টে খুব বেশি পরিবর্তন ঘটেনি। এই সিরিজের সবচেয়ে দামি Realme C75 5G ফোনটি 13,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের এই জনপ্রিয় সিরিজের নেক্সট জেনারেশন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে নতুন Realme C85 5G ফোনটি পেশ করা হবে। জানিয়ে রাখি এই ফোনটি 15 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ করা হবে।
Realme C85 5G এর ডিটেইলস (লিক)
IMEI ডেটাবেসে Realme C85 5G ফোনটি লিস্টেড হয়েছে। প্যাশনেটগীক্স ওয়েবসাইটের মাধ্যমে লিস্টিঙের তথ্য প্রকাশ্যে এসেছে। আপকামিং রিয়েলমি ফোনটি RMX5555 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনটির Realme C85 নাম হবে বলে কনফার্ম জানা গেছে। তবে এই ডেটাবেস লিস্টিঙের মাধ্যমে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে কোম্পানি তাদের ‘সি85’ ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।
ভারতে Realme C-সিরিজের লেটেস্ট স্মার্টফোন
গত তিন মাসের মধ্যে ভারতে রিয়েলমি ‘সি সিরিজের’ তিনটি ফোন লঞ্চ করা হয়েছে। ভারতের বাজারে মে মাসে realme C75 5G, জুন মাসে realme C73 5G এবং জুলাই মাসে realme C71 ফোনগুলি লঞ্চ করা হয়েছে। C71 ফোনটিতে 4G, C73 এবং C75 ফোনদুটিতে 5G সাপোর্ট করে। এই তিনটি ফোন 7,699 টাকা, 10,499 টাকা এবং 12,999 টাকা দামে পেশ করা হয়েছিল। নিচে এই মডেলগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
realme C75 5G এর দাম এবং স্পেসিফিকেশন
Realme C75 5G ফোনের 4GB+128GB মডেলের দাম 12,999 টাকা এবং 6GB + 128GB মডেলের দাম 13,999 টাকা রাখা হয়েছে। ফোনটির উভয় ভেরিয়েন্টে 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6300 5G প্রসেসর দেওয়া হয়েছে। Realme C75 5G ফোনটি Android 15-বেসড realme UI 6.0 কাস্টম স্কিনে কাজ করে।
এই ফোনে 32MP রেয়ার প্রাইমারি সেন্সর এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Realme C75 5G ফোনে 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। Realme C75 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
realme C73 5G এর দাম এবং স্পেসিফিকেশন
realme C73 5G ফোনটি 4GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 64GB স্টোরেজ মডেল 10,499 টাকা এবং 128GB মেমরি ভেরিয়েন্ট 11,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 12GB Dynamic RAM টেকনোলজি দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য realme C73 5G ফোনে 6,000mAh ব্যাটারি এবং 15W চার্জিং ফিচার যোগ করা হয়েছে। realme C73 5G ফোনে ফটোগ্রাফির জন্য 32MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI সেন্সর দেওয়া হয়েছে। realme C73 5G ফোনে 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
realme C71 এর দাম এবং স্পেসিফিকেশন
realme C71 স্মার্টফোনটি ভারতের বাজারে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের 4GB RAM + 64GB স্টোরেজ অপশনের দাম 7,699 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,699 টাকা রাখা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে ইউনিসোক টি7250 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। একইভাবে গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Mali-G57 GPU সাপোর্ট করে।
realme C71 স্মার্টফোনটি শক্তিশালী 6,300এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 13 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। realme C71 স্মার্টফোনটিতে 6.75 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।