বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নিজেদের প্রথম অফলাইন ফ্ল্যাগশিপ স্টোর চালু করতে যাচ্ছে রিয়েলমি। ভারতের আহমেদাবাদে স্টোরটি চালু হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ফ্ল্যাগশিপ স্টোরটির বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে চীনা এ স্মার্টফোন জায়ান্ট। আগামী ১ জুন স্টোরটি চালু হতে পারে। খবর গিজমোচায়না।
২০২০ সালের আগস্টে ভারতে প্রথম অফলাইন স্টোর চালু করেছিল রিয়েলমি। ভবিষ্যতে অন্তত ৩০০ স্টোর চালুর পরিকল্পনা ঘোষণা করেছিল তারা। সম্প্রতি হাঙ্গেরির লুর্ডি হাজ শপিংমলে একটি বিক্রয়কেন্দ্র চালু করেছে চীনা কোম্পানিটি।
গুজরাটের আহমেদাবাদে চালু হতে যাওয়া নিজেদের প্রথম ফ্ল্যাগশিপ অফলাইন স্টোরটির একাধিক ছবি শেয়ার করেছে রিয়েলমি। এতে দেখা যাচ্ছে কয়েকটি ফ্লোরে বিস্তৃত থাকবে স্টোরটি। এতে তাদের বিভিন্ন পণ্য ও সেবা ডিসপ্লে করা হবে। এর মধ্যে থাকবে স্মার্টফোন, টেলিভিশন, এআইওটি ডিভাইস, পুতুল ও অবকাশসামগ্রী।
ক্যামেরা-ডিসপ্লের দুর্দান্ত প্যাকেজ স্যামসাং গ্যালাক্সি এ০৩, থাকছে ক্যাশব্যাক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।