বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমির আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 5 এর লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে। আগামী 28 আগস্ট চীনে এই ফোনটি লঞ্চ হতে চলেছে। আজ কোম্পানি এই ফোনের নতুন টিজার পেশ করেছে। এর থেকে ফোনটির বিশেষ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এছাড়া ফোনটি গীকবেঞ্চ ওয়েবসাইটেও দেখা গেছে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন লিস্টিং এবং টিজার সম্পর্কে।
Realme GT 5 এর স্পেসিফিকেশন (কনফার্ম)
কোম্পানি এই ফোনের নতুন টিজার শেয়ার করেছে। এর ফলে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে।
নিচে শেয়ার করা ইমেজে দেখা যাচ্ছে এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেটে রান করবে।
এই ফোনে অসাধারণ 24GB RAM + 1TB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
এর আগেই জানা গিয়েছিল এই ফোনে 144hz রিফ্রেশরেটযুক্ত দস্প্লে থাকবে। এতে সুন্দর এক্সপেরিয়েন্সের জন্য PixelWorks X7 ভিজুয়াল চিপসেটও দেওয়া হবে।
জানিয়ে রাখি পোস্টারে স্পেসিফিকেশন ডিটেইলসের পাশাপাশি লঞ্চ ডেট এবং সময়ও জানানো হয়েছে। পোস্টার অনুযায়ী ফোনটি 28 আগস্ট দুপুর 2:00-এর সময় চীনে পেশ করা হবে।
Realme GT 5 এর গীকবেঞ্চ লিস্টিং
গীকবেঞ্চ লিস্টিঙে Realme GT 5 এর দুটি মডেল স্পট করা হয়েছে। এই দুটি মডেলের মডেল নাম্বার যথাক্রমে RMX3820 এবং RMX3823। এর মধ্যে দ্বিতীয় মডেলটি প্রো ভেরিয়েন্ট।
Realme এর RMX3823 ডিভাইসে 24GB RAM দেওয়া হতে পারে। অন্যদিকে RMX3820 মডেলে 16GB RAM থাকবে বলে জানানো হয়েছে।
উভয় মডেলেই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট থাকবে বলে জানা গেছে।
লিস্টিং অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
RMX3823 মডেলটি সিঙ্গেল কোরে 2011 এবং মাল্টি কোর পারফরমেন্সে 5305 পয়েন্ট পেয়েছে।
অন্যদিকে RMX3820 মডেলটি সিঙ্গেল কোর টেস্টে 1491 এবং মাল্টি কোর টেস্টে 4087 স্কোর পেয়েছে।
Realme GT 5 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Realme GT 5 ফোনটিতে 6.74 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 144Hz রিফ্রেশরেট থাকবে বলে কনফার্ম জানা গেছে।
ক্যামেরা: এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50MP Sony IMX890 প্রাইমারি লেন্স, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকতে পারে। এছাড়া সেলফির জন্য এই ফণে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
ব্যাটারি: এই ফোনটি দুটি ব্যাটারি মডেলে লঞ্চ করা হতে পারে। ফোনটির বেস মডেলে 4600mAh ব্যাটারি এবং আরেকটি ভেরিয়েন্টে 5200mAh ব্যাটারি থাকতে পারে।
ওএস: ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। লিস্টিং থেকেও এই ডিটেইলস জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।