বিজ্ঞান ও প্রযুক্তিস ডেস্ক : রিয়েলমি তাদের জিটি সিরিজের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 5 এর নতুন টিজার পেশ করেছে। এই টিজার থেকে ফোনটির ডিজাইন এবং অন্যান্য ডিটেইলস জানা গেছে। বর্তমান বাজারের বিভিন্ন স্মার্টফোনের ব্যাক প্যানেলে যেমন এলইডি লাইট পাওয়া যাচ্ছে এই ফোনেও তেমন লাইট থাকবে। জানিয়ে রাখি এই ফোনটি আগামী 28 আগস্ট কোম্পানির হোম মার্কেট চীনে পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটি সম্পর্কে।
Realme GT 5 এর নতুন টিজার :
নতুন টিজারে ফোনটি মেটালিক সিলভার কালারে দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে বড় ব্ল্যাক কালারের ক্যামেরা মডিউল দেখা গেছে এবং এর মধ্যে দুটি সার্কুলার ক্যামেরা কাটআউট রয়েছে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেয়াতপ এবং একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। এর সঙ্গে ফোনটির ক্যামেরা মদিউলে এলইডি লাইটও যোগ করা হয়েছে।
ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন অবস্থিত। এই ফোনের ব্যাক প্যানেলে নিচের দিকে কোম্পানির ব্র্যান্ডিং রয়েছে। কোম্পানি আগেই কনফার্ম করে দিয়েছে এই ফোনে 240 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে।
Realme GT 5 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Realme GT 5 ফোনে 6.74-ইঞ্চির OLED ডিসপ্লে দয়া হবে বলে জানা গেছে। এতে 1.5K রেজলিউশন, 144Hz রিফ্রেশরেট, 2160 PWM ডিমিং এবং এম্বেডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।এছাড়া হাই কোয়ালিটি এক্সপেরিয়েন্সের জন্য কোম্পানি এতে ইন্ডিপেন্ডেন্ট X7 ডিসপ্লে চিপ যোগ করবে।
প্রসেসর: এই ফোনে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট থাকবে। এর সঙ্গে অ্যাড্রিনো 740 জিপিইউ দেওয়া হবে।
স্টোরেজ: কনফার্ম জানা গেছে এই ফোনে 24GB পর্যন্ত LPDDR5x RAM + 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ দেওয়া হবে।
ক্যামেরা: এতে সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে OIS সাপোর্টেড 50 মেগাপিক্সেলের Sony IMX890 লেন্স থাকতে পারে। এর সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
ব্যাটারি: এই ফোনটি দুটি ব্যাটারি মডেলে পেশ করা হতে পারে। ফোনটির 4600mAh ব্যাটারি মডেল 240W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং এর 5,240mAh ব্যাটারি মডেলে 150W ফাস্ট চার্জিং ফিচার থাকবে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে Realme UI 4.0 কাস্টম স্কিনে রান করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।