বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি জিটি ৫ ফোনটি কোয়ালকম Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং 24GB RAM সহ টিজ করা হয়েছে। পাওয়ার দিতে ফোনে 4600mAh এর ব্যাটারি সাপোর্ট দেওয়া হবে, যা 240W SUPERVOOC চার্জিং সহ আসবে। Realme কোম্পানির আপকামিং ফোন Realme GT 5 কয়েক দিন ধরেই বেশ চর্চায় থাকছে। ফোন সম্পর্কিত কয়েকটি লিকও সামনে এসেছে। রিয়েলমি এর এই ফোনটি 28 অগাস্ট চিনের বাজারে লঞ্চ করা হবে।
Realme শুধুমাত্র নতুন স্মার্টফোনই নয়, এর পাশাপাশি Buds Air 5 ইয়ারফোনও লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই, Realme GT 5 ফোনটি কোয়ালকম Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং 24GB RAM সহ টিজ করা হয়েছে।
কোম্পানির এই নতুন ফোনের 240W ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হবে। এছাড়া, Realme GT 5 ফোনের সেন্টারে পাঞ্চ হোল কাটআউট এর সাথে কার্ভড ডিসপ্লে থাকতে পারে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং ফোনে আর কী কী ফিচার থাকতে পারে।
Weibo সাইটে একটি পোস্টের মাধ্যমে Realme সংস্থা ঘোষনা করেছে যে Realme GT 5 ফোনটি চিনে 28 অগাস্ট কোম্পানির 5 বছর পুর্ণ হওয়ায় চালু করা হবে।
লঞ্চ ইভেন্টি চিনের সময় অনুযায়ী দুপুর 2টয়, যা ভারতে রাত 11.30 টায় শুরু হবে। Realme Buds Air 5 TWS ইয়ারফোনও চিনে একই ইভেন্টে চালু করা হবে।
গত সপ্তাহে, Realme CMO Xu Qi Chase রিয়েলমি GT 5 এর স্পেসিফিকেশন টিজ করেছিল। ফোনে 240W ফাস্ট চার্জিং সাপোর্ট দেখা যেতে পারে।
Realme GT 5 ফোনটি কোম্পানির Realme GT 3 এর সাক্সেসার হিসেবে আসতে পারে বলে আশা করা হচ্ছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) 2023 এর সময় GT3 ফোনটি $649 (প্রায় 53,500 টাকা) শুরুর দামে লঞ্চ হয়েছিল ।
এই ফোনে 6.74-ইঞ্চি 1.5 AMOLED ডিসপ্লে থাকবে, যা 144Hz রিফ্রেশ রেট সহ আসবে। ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে। ফোনে 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর এবং ফ্রন্টে 16MP ক্যামেরা সেন্সর অফার করা হবে।
পাওয়ার দিতে ফোনে 4600mAh এর ব্যাটারি সাপোর্ট দেওয়া হবে, যা 240W SUPERVOOC চার্জিং সহ আসবে। ফোনটি 16GB পর্যন্ত LPDDR5X RAM এর সাথে অক্টা-কোর স্ন্যাপড্রাগন 8+ জেন চিপসেট সাপোর্ট করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।