বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি গতকাল ভারতের বাজারে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে realme GT 6 লঞ্চ করেছে। হাইএন্ড স্পেসিফিকেশন সহ এই ফোনে 16GB RAM এবং Snapdragon 8s Gen 3 প্রসেসরের পাশাপাশি 120W ফাস্ট চার্জিং ও 5,500mAh ব্যাটারি রয়েছে। এই নতুন 5জি ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
realme GT 6 ফোনটি ভারতে তিনিত স্টোরেজ মডেলে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 256GB মডেলের দাম 40,999 টাকা রাখা হয়েছে। একইভাবে ফোনটির 12GB RAM + 256GB ভেরিয়েন্টের দাম 42,999 টাকা এবং 16GB RAM + 512GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 44,999 টাকা। Realme GT 6 ফোনটি Fluid Sliver এবং Razor Green কালারে সেল করা হবে।
লঞ্চ অফার হিসাবে কোম্পানির পক্ষ থেকে প্রথম সেলে realme GT 6 ফোনের সবকটি ভেরিয়েন্টের দামে 4000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট থেকে এই ফোনটি কিনলে এক্সট্রা 1000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়া এই ফোনটি 12 মাসের No Cost EMI এর মাধ্যমেও কেনা যাবে।
Realme GT 6 ফোনের স্পেসিফিকেশন ডিসপ্লে: realme GT 6 ফোনে AMOLED প্যানেল দিয়ে তৈরি 6.78 ইঞ্চির FHD+ 8T LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট, 2160Hz PWM ডিমিং এবং 6000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস Victus 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.0GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 735 জিপিইউ দেওয়া হয়েছে।
রেয়ার ক্যামেরা: realme GT 6 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50MP Sony LYT-808 OIS প্রাইমারি সেন্সর, 50MP Samsung JN5 Telephoto লেন্স এবং 50MP Sony IMX355 Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স রয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য realme GT 6 ফোনে 120W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh Battery যোগ করা হয়েছে।
ক্ষেতে কৃষককে ছোবল দিল রাসেল ভাইপার, সাপ নিয়েই এলেন হাসপাতালে
Realme GT 6 এর প্রতিদ্বন্দ্বী : এই লেটেস্ট ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর রয়েছে। সম্প্রতি Xiaomi 14 civi এবং POCO F6 ফোনদুটি এই একই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে আগে থেকে উপস্থিত iQOO Neo 9 Pro ফোনটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়া এই রেঞ্জের OnePlus 12R ফোনটির সঙ্গেও realme GT 6 ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।