বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : realme আজ ভারতে তাদের ‘জিটি’ সিরিজের নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে দেশের বাজারে realme GT 6T ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনে Snapdragon 7+ Gen 3 প্রসেসর ও 12GB RAM এর সঙ্গে 5,500mAh Battery এবং 32MP Selfie Camera যোগ করা হয়েছে। এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
realme GT 6T ফোনের দাম
8GB RAM + 128GB Storage = ₹30,999
8GB RAM + 256GB Storage = ₹32,999
12GB RAM + 256GB Storage = ₹35,999
12GB RAM + 512GB Storage = ₹39,999
ভারতে realme GT 6T ফোনটি চারটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এর মধ্যে দুটি মডেলে 8GB RAM দেওয়া হয়েছে এবং বাকি দুটি মডেলে 12GB RAM রয়েছে। এই ফোনের বেস মডেলের দাম মাত্র 30,999 টাকা এবং টপ মডেলের দাম 39,999 টাকা। লঞ্চ অফার হিসাবে কোম্পানি SBI, ICICI এবং HDFC Bank কার্ড হোল্ডারদের 4000 টাকা ডিসকাউন্ট দেবে এবং 2000 টাকা এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হবে। এই অফারে realme GT 6T ফোনের এফেক্টিভ প্রাই শুরু হয় মাত্র 24,999 টাকা থেকে। আগামী 29 মে থেকে এই ফোনটি Fluid Silver এবং Razor Green কালারে সেল করা হবে।
realme GT 6T ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: realme GT 6T ফোনে 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। 8T LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 6000nits ব্রাইটনেস এবং 2160Hz পিডব্লিউএম ডিমিং সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3ডি গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং realme UI 5.0 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7+ Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP OIS SONY LYT600 প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP SONY IMX355 wide-angle লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP Selfie Camera রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য realme GT 6T 5G ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
অন্যান্য: এই ফোনটি 9 5G Bands সাপোর্ট করে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে WiFi 6 এবং Bluetooth 5.4 যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনটিকে IP65 সার্টিফাইড করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।