ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দুনিয়ায় জায়গা করে নিতে রিয়েলমি ক্রমেই এগিয়ে যাচ্ছে। একসময় বাজেট ও মধ্যম মানের ফোনে ফোকাস করা এই প্রতিষ্ঠান এখন প্রিমিয়াম বাজারেও প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। সেই ধারাবাহিকতায়, রিয়েলমির সবচেয়ে শক্তিশালী সিরিজ Realme GT 8 আগামী অক্টোবরে আত্মপ্রকাশ করতে পারে। এটি হবে রিয়েলমির ইতিহাসে সবচেয়ে উন্নত ফ্ল্যাগশিপ ফোন, যা স্যামসাং বা শাওমির মতো ব্র্যান্ডের আল্ট্রা মডেলগুলোকেও চ্যালেঞ্জ জানাবে বলে ধারণা করা হচ্ছে।
ডিসপ্লে ও প্রসেসরে বড় আপগ্রেড
লঞ্চের আগে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Realme GT 8 সিরিজে থাকছে ২কে রেজোলিউশনের ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিন হবে ৬.৬ ইঞ্চির, সঙ্গে আলট্রাসনিক আঙুলের ছাপ সেন্সর। প্রসেসরের দিক থেকে ফোনটিতে ব্যবহার করা হবে সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট, যা বর্তমানে অ্যান্ড্রয়েড দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রসেসর হিসেবে বিবেচিত। এর ফলে মাল্টিটাস্কিং, ভারী গেমিং ও হাই-এন্ড অ্যাপ ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দেবে ফোনটি।
ক্যামেরায় বিপ্লব
এই সিরিজের অন্যতম আকর্ষণ হবে ক্যামেরা। জিটি ৮ প্রো মডেলে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, যা স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে। জানা গেছে, রিয়েলমি এবার প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যামেরা ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে কাজ করছে ক্যামেরা প্রযুক্তি উন্নত করতে। যদিও সেই ব্র্যান্ডের নাম এখনো প্রকাশ করা হয়নি।
ডিজাইন ও ব্যাটারি
ফোনটির বডিতে থাকবে মেটাল ফ্রেম, যা দেবে প্রিমিয়াম লুক ও মজবুত গঠন। ব্যাটারির ক্ষমতাও নজরকাড়া—৭,০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করবে। এর সঙ্গে থাকছে দ্রুত চার্জিং প্রযুক্তি, ফলে ব্যবহারকারীরা পাবেন নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা।
Realme GT 8 সিরিজে দুটি মডেল বাজারে আসতে পারে— জিটি ৮ এবং জিটি ৮ প্রো। যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে প্রযুক্তি মহলে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে।
রিয়েলমি ১৫টি নিয়েও উত্তেজনা
এদিকে, রিয়েলমি আগামী ২ সেপ্টেম্বর ভারতে উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি ১৫টি। ফোনটির নকশা অনেকটাই আইফোনের অনুপ্রাণিত। বিশেষ প্রযুক্তিতে তৈরি টেক্সচার্ড ম্যাট ব্যাক ডিজাইন আঙুলের ছাপ প্রতিরোধ করবে এবং হাত থেকে পিছলে পড়ার সম্ভাবনাও কম হবে।
রিয়েলমি ১৫টিতে সামনে ও পিছনে থাকছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, সঙ্গে ৭,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি আসবে আইপি৬৬, আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংসহ, অর্থাৎ জল ও ধুলো প্রতিরোধী। এছাড়া ভেপার চেম্বার কুলিং সিস্টেম দীর্ঘক্ষণ উচ্চ ক্ষমতায় চালাতে সাহায্য করবে। দাম শুরু হতে পারে ২০,৯৯৯ টাকা থেকে, যেখানে বেস মডেলে থাকবে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।
হোন্ডার নতুন ইলেকট্রিক স্কুটার ‘সিইউভি ই’: দ্রুত, স্টাইলিশ ও পরিবেশবান্ধব
প্রসঙ্গত, রিয়েলমি একদিকে জিটি ৮ সিরিজের মাধ্যমে প্রিমিয়াম বাজারে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে, অন্যদিকে মিডরেঞ্জ বাজারে আনছে শক্তিশালী ফিচারসমৃদ্ধ রিয়েলমি ১৫টি। অক্টোবরে জিটি ৮ সিরিজ লঞ্চের পর এটি বাজারে কতটা সাড়া ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।