বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: রিয়েলমি মোবাইলের জিটি সিরিজের ফোনগুলো খুব জনপ্রিয়। এবার নতুন করে জিটি সিরিজের নিয়ে এলো রিয়েলমি জিটি নিও ৩। জিটি সিরিজের রিয়েলমি জিটি নিও ৩ ফোনে আছে ১৫০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর। রিয়েলমির তরফে দাবি করা হয়েছে যে ফোনটি ৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে।
রিয়েলমি জিটি নিও ৩ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪১২ পিক্সেল। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর রিফ্রেশ রেট। কর্ণিং গরিলা গ্লাস ৫ এর নিরাপত্তা দেওয়া হয়েছে ফোনটিতে।
পারফরম্যান্সের জন্য রিয়েলমি জিটি নিও ৩ ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ৫জি প্রসেসর। ফোনটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে।
রিয়েলমি জিটি নিও ৩ ফোনে নতুন রিয়েলমি হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম স্কিনে রান করে। তাপ নিয়ন্ত্রণের জন্য এই ফোনে কুলিং সিস্টেম উপস্থিত।
রিয়েলমি জিটি নিও ৩ তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর।
এছাড়া রিয়েলমি জিটি নিও ৩ ফোনে সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/৫৮০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে টাইমলেপস, পোরট্রেইট, বিউটি এবং এ আই ক্যামেরা এর সুবিধা।
রিয়েলমি জিটি নিও ৩ মোবাইলটির ব্যাটারীটি দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর। এছাড়া ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮০/১০০ ওয়াটের ফাস্ট চার্জিং। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।