বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজারে এরইমধ্যে ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং ফোনে এনেছে ইনফিনিক্স। এবার বিশ্বে প্রথমবারের মতো ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং ফোন নিয়ে আসছে রিয়েলমি। মডেল জিটি সিরিজের জিটি নিও ৫ প্রো। জনপ্রিয় এক টিপস্টার নতুন রিয়েলমি ফোনের এই ফিচারের তথ্য ফাঁস করেছেন।
রিয়েলমির নতুন এই ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ- অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর, এফ/১.৭৯ অ্যাপারচারসহ একটি সহায়ক লেন্স এবং একটি ২৫ মিলিমিটারের টেলিফটো লেন্স। ০.৬ থেকে ২০এক্স জুম সাপোর্ট করবে।
১.৫কে রেজুলেশনসহ ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের এই ফোনে থাকবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। ফোনের ওপরের অংশে একটি পাঞ্চ-হোল কাটআউট থাকতে পারে। রিয়েলমির এই ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর।
প্লাস্টিকের ফ্রেমের এই ফোনে আরজিবি লাইটনিংয়ের সুবিধা থাকবে। বাহিরেরও অংশ দেখতে গেমিং ফোনের মতো হবে।
আগামী বছরের মাঝামাঝিতে এই ফোন বাজারে আসবে। ৪,৬০০ এমএএইচ ব্যাটারির সাথে ফোনে থাকবে ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। যার ফলে খুব অল্প সময়ে ফোন চার্জ করা সম্ভব হবে।
ইনফিনিক্সের ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমে ফোন চার্জ হতে সময় লাগে মাত্র ৮ মিনিট। আশা করা হচ্ছে, রিয়েলমির এই ফোন চার্জ হতে আরও কম সময় লাগবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।