বাজার কাঁপাতে শক্তিশালী প্রসেসরের নতুন গেমিং ফোন আনছে রিয়েলমি

Realme GT Neo 5

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সুপারফাস্ট চার্জিং সহ আসছে Realme GT Neo 5, এই ফোনে আর কী ফিচার্স? ৯ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে Realme GT Neo 5। সম্প্রতি এই ফোনের পোস্টার পোস্টার প্রকাশ করেছে চিনা সংস্থাটি। সেখানে এই ফোনের বিভিন্ন ফিচার্স সামনে এসেছে। Realme জানিয়েছে এই ফোনে 5,000 mAh ব্যাটারির সঙ্গেই থাকবে 150 W ফাস্ট চার্জিং সাপোর্ট। কোম্পানির দাবি মাত্র 16 মিনিটে 100 শতাংশ চার্জ হবে এই ফোনের ব্যাটারি।

Realme GT Neo 5

Realme-র গেমিং সিরিজের নতুন ফোনে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর। এই ফোনের AMOLED ডিসপ্লেতে থাকছে 144 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লের মাঝামাঝি থাকবে হোল পাঞ্চ ক্যামেরা কাট আউট। 1.5 K রেজোলিউশন ডিসপ্লে দিতে পারে রিয়েলমি। ইতিমধ্যেই চিনা সংস্থার তরফে জানানো হয়েছে GT সিরিজের পরবর্তী ফোনে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট থাকবে। সঙ্গে 16 GB RAM ও 512 GB স্টোরেজ থাকছে। ডিসপ্লে ও প্রসেসর ছাড়াও এই ফোনের ক্যামেরায় ক্যামেরা স্পেসিফিকেশনও প্রকাশ্যে এনেছে রিয়েলমি।

Realme GT Neo 5 – এ থাকবে 50 MP Sony IMX890 চিপসেট। প্রাইমারি ক্যামেরায় থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। এছাড়াও এই ফোনে 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা থাকছে। এই ফোনের ক্যামেরা মডিউলের পাশেই থাকছে RGB LED লাইট। ফোনের পিছনে থাকছে কোম্পানির ব্র্যান্ডিং। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকতে পারে 16 MP ক্যামেরা।

এই ফোনে Android 13 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব Realme UI স্কিন চলবে। আপাতত চিনে এই ফোন লঞ্চ হতে পারে। ভারতে Realme GT Neo 5 লঞ্চের দিনক্ষণ সম্পর্কে এখনও সংস্থার তরফে কিছুই জানানো হয়নি। এছাড়াও এই ডিভাইসের দাম সম্পর্কেও নির্দিষ্ট কোনও তথ্য সামনে আসেনি।

স্মার্টফোন ব্যবহারের কারণে অন্ধ হয়ে গেলেন যুবতী!

এই ফোনে 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে ব্যবহার হতে পারে। LPDDR5x RAM – এর সঙ্গেই থাকতে পারে UFS 4.0 স্টোরেজ। এছাড়াও এই ফোনে থাকতে পারে IR ব্লাস্টারের মতো কাজের ফিচার। যা ব্যবহার করে যে কোনও ডিভাইসের রিমোট হিসাবে এই ফোনকে ব্যবহার করা যাবে।