বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এটি বিশ্বের প্রথম এমন স্মার্টফোন হবে যা 240 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। সংস্থার দাবি, স্মার্টফোনটি 9 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।
মানুষ এই কর্মব্যস্ত জীবনে এমন স্মার্টফোনের সন্ধান করে যা মুহুর্তের মধ্যেই চার্জ হয়ে যাবে। আর তাই স্মার্টফোন নির্মাতারাও নিত্যনতুন চার্জিং প্রযুক্তি ক্রমশ বাজারে আনতে ব্য়স্ত। এবার রিয়েলমি ঘোষণা করেছে যে, তারা তাদের নতুন ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি লঞ্চ করতে চলেছে। 2023 সালের 5 জানুয়ারি দুপুর আড়াইটে থেকে Realme GT Neo5 ফোনটির ফাস্ট চার্জিং সম্পর্কে সব তথ্য় দেওয়া হবে।
অর্থাৎ 240W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ Realme GT Neo5 ফোনটি আসছে আগামী মাসের শুরুতেই। সংস্থার তরফে জানানো হয়েছে, এটি বিশ্বের প্রথম এমন স্মার্টফোন হবে যা 240 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। সংস্থার দাবি, স্মার্টফোনটি 9 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। যদিও, Realme GT Neo5 কবে লঞ্চ হবে তা সংস্থার তরফে এখনও স্পষ্ট নয়।
রিয়েলমি জিটি নিও5 দুটি সংস্করণে আসবে বলে মনে করা হচ্ছে। স্ট্যান্ডার্ড সংস্করণে 150 ওয়াট ওয়্যার্ড ফ্ল্যাশ চার্জিং ও 5,000 mAh ব্যাটারি থাকবে এবং আরও একটি সংস্করণে আসবে 240 ওয়াট ওয়্যার্ড ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট। আর থাকবে 4,600 mAh ব্যাটারি।
Realme GT Neo5-এ 2,772 x 1,240 পিক্সেলের রেজোলিউশন সহ 6.7 ইঞ্চির 1.5K ডিসপ্লে থাকবে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 2,160 হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং অফার করবে।
এই ডিভাইসটি 3.2 গিগাহার্টজ ক্লক স্পিডের কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 প্রসেসর দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য Realme GT Neo5-এ 0.6-20 x জুম এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি 50 মেগাপিক্সেলের IMX890 প্রাইমারি ক্যামেরা দেখা যাবে।
স্মার্টফোনটিতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং আরজিবি লাইট এফেক্ট সহ একটি প্লাস্টিকের বডি থাকবে বলে। Realme GT Neo5-এর 240 ওয়াট চার্জিং স্পিড থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।