বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। 11এপ্রিল হোম মার্কেট চীনে এই ফোনটি Realme GT Neo 6 SE নামে লঞ্চ হতে চলেছে। জানিয়ে রাখি গত বেশ কিছু দিন ধরে ডিভাইসটি সম্পর্কে বেস কিছু লিক প্রকাশ্যে এসেছে। এই লিক থেকে ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। তবে এবার ব্র্যান্ডের পক্ষ থেকে টিজারের মাধ্যমে বেশ কিছু তথ্য কনফার্ম করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটির ডিটেইলস সম্পর্কে।
Realme GT Neo 6 SE এর লঞ্চ ডেট কনফার্ম : রিয়েলমি তাদের Realme GT Neo 6 SE ফোনের লঞ্চ ডেট মাইক্রো ব্লগিং সাইট ওয়াইবোতে এবং অফিসিয়াল ওয়েবসাইটে শেয়ার করেছে। 11 এপ্রিল Realme GT Neo 6 SE ফোনটি চীনের সময়ে অনুযায়ী দুপুর 2টোয়ে লঞ্চ করা হবে ।
নতুন টিজার অনুযায়ী ফোনটি বেশ ইউনিক এবং আকর্ষণীয় সিলভার কালার অপশনে দেখা গেছে। ফোনটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স সহ দেখা গেছে।
Realme GT Neo 6 SE এর স্পেসিফিকেশন (সম্ভাব্য এবং কনফার্ম) : ডিসপ্লে: Realme GT Neo 6 SE ফোনটিতে দুর্দান্ত স্ক্রিন-টু-বডি রেশিয় সহ হাল্কা কার্ভ ডিসপ্লে দেওয়া হবে। তবে রিপোর্ট অনুযায়ী ফোনে 6.78 ইঞ্চির BOE 8T LTPO প্যানেল দেওয়া হতে পারে। এটি 2780 x 1264 এর 1.5K পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে। একইসঙ্গে এতে 6,000 নিটস পীক ব্রাইটনেস যোগ করা হতে পারে।
প্রসেসর: ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে Realme GT Neo 6 SE ফোনটিতে সম্প্রতি লঞ্চ করা কয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 3 ফ্ল্যাগশিপ চিপসেট দেওয়া হবে। স্টোরেজ: এই ফোনটিতে 16GB LPDDR5x RAM +1 TB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
ব্যাটারি: Realme GT Neo 6 SE ফোনে 5,500mAh ব্যাটারি সহ 100W বা 120W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। ক্যামেরা: ফোনটিতে সেলফির জন্য 16 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। তবে রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে বলে কনফার্ম করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ব্যাক ক্যামেরার অন্যান্য লেন্স সম্পর্কে জানা যায়নি।
লজ্জার সমস্ত সীমা অতিক্রম করলেন নেহাল, ভুলেও কারও সামনে দেখবেন না
অপারেটিং সিস্টেম: Realme GT Neo 6 SE ফোনটি Realme UI 5 এবং Android 14 সহ কাজ করবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।