বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : রিয়েলমি শীঘ্রই তাদের হোম মার্কেট চীনে নতুন ফ্ল্যাগশিপ ফোন Realme GT Neo 6 SE লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে এবার ফোনটির নতুন আপডেটের মাধ্যমে লঞ্চ টাইমলাইন এবং কালার অপশন প্রকাশ্যে এসেছে। স্বয়ং রিয়েলমি চায়নার বিপি শি কিউ চেজ ফোনের একটি নতুন ইমেজ শেয়ার করেছেন, যেখানে এই ফোনের ডিটেইলস দেখা গেছে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোর মাধ্যমে একটি পোস্ট করে রিয়েলমি চায়নার বিপি শি কিউ চেজ জানিয়েছেন আগামী সপ্তাহে চীনে Realme GT Neo 6 SE ফোনটি পেশ করা হবে।
এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে ব্র্যান্ড হেডের পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটিতে লিকুইড মেটাল টেক্সচার এবং ম্যাট ডিজাইন দেখা যাবে।
এই পোস্ট প্রকাশ্যে আসার পর শীঘ্রই ফোনটির অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে জানানো হবে বলে আশা করা হচ্ছে।
Realme GT Neo 6 SE এর ডিজাইন এবং কালার অপশন
Realme GT Neo 6 SE ফোনটির ইমেজে ফ্লোয়িং সিলভার নাইট কালার অপশন দেখা গেছে। যা দেখতে সত্যিই অনেক সুন্দর।
ফোনের ব্যাক প্যানেলে বড় গোলাকার উঁচু কাটআউটের মধ্যে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। পাশে ডুয়াল-এলইডি ফ্ল্যাশ সহ আরেকটি গোল রিং দেখা গেছে।
ফোনটির ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন যোগ করা হয়েছে।
ফোনটির সামনের দিকে আল্ট্রা-ন্যারো বেজল এবং সেলফির জন্য পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হতে পারে।
Realme GT Neo 6 SE এর স্পেসিফিকেশন (কনফার্ম ও সম্ভাব্য)
ডিসপ্লে: এই Realme GT Neo6 SE ফোনটিতে 1.5K BOE OLED ডিসপ্লে দেওয়া হবে। এতে 6,000nits পীক ব্রাইটনেস, 0.5-120Hz রিফ্রেশ রেট, Pro-XDR আল্ট্রা-হাই ডায়মেনসিটি ফিচার এবং 94.2 শতাংশ স্ক্রিন-টু বডি রেশিয় যোগ করা হবে। এছাড়াও স্ক্রিন ওয়ার 1.36 মিমি এবং 2160 হার্টজ পীডব্লুএম ডিমিং সাপোর্ট করবে।
প্রসেসর: ফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 3 SoC দেওয়া হবে।
ব্যাটারি: ফোনটিতে শক্তিশালী 5,500mAh ব্যাটারি সহ 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
স্টোরেজ: GT Neo 6 SE টপ মডেলে 16 জিবি এলপিডিডিআর5এক্স RAM এবং 1টিবি ইউএএফএস 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
ক্যামেরা: আগের মডেলটির মতোই এতেও ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যোগ করা হতে পারে।
অপারেটিং সিস্টেম: Realme GT Neo 6 SE ফোনে অ্যান্ড্রয়েড 14 সহ Realme UI 5 সাপোর্ট সহ পেশ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।