বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি আজ ঘোষণা করে জানিয়েছে এই মাসেই ভারতে realme GT 6T স্মার্টফোন লঞ্চ করা হবে। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে তাদের হোম মার্কেট চিনিএ নতুন realme GT Neo6 পেশ করা হয়েছে।
এই ফোনে 16GB RAM ও Snapdragon 8s Gen 3 প্রসেসরের পাশাপাশি 32MP Selfie Camera এবং 120W Fast Charging ফিচার রয়েছে। এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Realme GT Neo6 ফোনের দাম : 12GB RAM + 256GB Storage = 2099 yuan (প্রায় 24,500 টাকা) 16GB RAM + 256GB Storage = 2399 yuan (প্রায় 27,500 টাকা) 16GB RAM + 512GB Storage = 2699 yuan (প্রায় 31,000 টাকা) 16GB RAM + 1TB Storage = 2999 yuan (প্রায় 34,500 টাকা)
চীনে realme GT Neo6 ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 12GB RAM + 256GB Storage সহ বেস মডেলের দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 24,500 টাকার কাছাকাছি রাখা হয়েছে। একইভাবে 16GB RAM + 1TB Storage সহ ফোনটির টপ মডেল প্রায় 34,500 টাকা দামে পেশ করা হয়েছে। কোম্পানি এই ফোনটি Lingxi purple, Liquid Knight (সাদা) এবং Cangye Hacker (সবুজ) কালারে সেল করবে।
Realme GT Neo6 ফোনের স্পেসিফিকেশন : ডিসপ্লে: realme GT Neo6 ফোনে 2780 × 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনটি 8T LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, 6000nits পীক ব্রাইটনেস ও 2160Hz পিডব্লিউএম ডিমিং সাপোর্ট করে।
প্রসেসর: realme GT Neo6 ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: চীনে এই ফোনটি দুটি RAM মডেলে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 12GB RAM + 256GB স্টোরেজ রয়েছে। অন্য তিনটি মডেলে 16GB RAM এর সঙ্গে যথাক্রমে 256GB, 512GB এবং 1TB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি LPDDR5X RAM + UFS 4.0 storage টেকনোলজিতে কাজ করে।
ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচার সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP IMX355 112° ultra-wide লেন্স রয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি ও ভিডিও কলের জন্য realme GT Neo6 ফোনে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য realme GT Neo 6 5G ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh battery দেওয়া হয়েছে।
অন্যান্য: এই ফোনে সিকিউরিটি ও ফোন আনলকের জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনটির স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লসা ভিকটাস কোটিং যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে IP65 রেটিং, Dolby Atmos Stereo speakers, NFC এবং Bluetooth 5.4 এর মতো অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।