বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গত সপ্তাহে গোটা দুনিয়ায় লঞ্চ হয়েছে Realme GT2। GT2 Pro এর দিকে সকলের নজর থাকলেও রিয়েলমি জিটি ২ তেও রয়েছে দুর্দান্ত সব ফিচার। এই ফোনের বাক্সের মধ্যে পাবেন একটি 65W চার্জার, একটি USB কেবেল ও ফোনের কেস। তবে এই কভার হাতে নিয়েই বুঝতে পারবেন তা খুব ভালো মানের নয়।
Realme GT2 ও GT2 Pro এর মধ্যে ডিজাইনে খুব বেশি পার্থক্য নেই। যদিও Realme GT2 এর তুলনায় GT2 Pro তে তুলনামূলক ভালো ডিসপ্লে ব্যবহার হয়েছে। তবে দুই ফোনের ডিসপ্লের মাপের 0.8 ইঞ্চি পার্থক্য খালি চোখে বোঝা যাবে না।
হাতে নিয়েও এই দুই ফোনের পার্থক্য বুঝতে সময় লাগবে। যা রিয়েলমি জিটি ২কে অনেকটা এগিয়ে দিয়েছে। Realme GT2 তে প্লাস্টিক ব্যবহার হলেও GT2 Pro এর মেটাল ফ্রেমের মতোই মনে হবে।
তবে স্পেসিফিকেশনের নিরিখে অনেকটা এগিয়ে রয়েছে GT2 Pro। এই ফোনে রয়েছে Qualcomm এর ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 8 Gen 1 প্রসেসর। অন্যদিকে Realme GT2 তে ব্যবহার হয়েছে কোম্পানির এক জেনারেশন পুরনো ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 888। GT2 Pro তে থাকছে বিশ্বের সবথেকে ওয়াইড মোবাইল ক্যামেরা, 3MP মাইক্রোস্কোপ ক্যামেরা অন্যদিকে Realme GT2 তে সাধারণ ম্যাক্রো ও আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার হয়েছে।
তবে রিয়েলমি জিটি ২ এর প্রাইমারি ক্যামেরায় রয়েছে 50MP সেন্সর। সঙ্গে রয়েছে 5,000 mAh ব্যাটারি ও 65W ফাস্ট চার্জিং। 8GB RAM + 128GB স্টোরেজ ও 12GB RAM + 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। GT2 Pro এর তুলনায় অনেকটা কম দামের কারণে বিক্রির নিরিখে অনেকটা এগিয়ে থাকবে এই স্মার্টফোন।
রিয়েলমি জিটি ২ এর ক্যামেরাও ছবি প্রেমীদের মন জয় করবে। কাগজের মতো অনুভূতি দেওয়ার জন্য রিয়েলমি জিটি ২ এর পিছনে বিশেষ প্লাস্টিক মেটিরিয়াল ব্যবহার হয়েছে। যা এই ফোনের রঙে খুব ভালো লাগছে।
কম দামে দুর্দান্ত ফোন কেনার পরিকল্পনা করলে রিয়েলমি জিটি ২ আপনার মন জয় করে নেবে। এই ফোনে Android অপারেটিং সিস্টেমের উপরে চলবে Realme-র নিজস্ব ইউজার ইন্টারফেস Realme UI 3.0।
বিশ্বের সবচেয়ে ১০ জনপ্রিয় স্মার্টফোন, রয়েছে সব দুর্দান্ত ফিচার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।