গত কয়েক বছর ধরে realme ব্র্যান্ড স্মার্টফোনের বাজারে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে। তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন realme gt7 pro বাজারের লঞ্চ করার মাধ্যমে নতুন উচ্চতায় নিজেদের নিয়ে যেতে প্রস্তুত। ব্যাটারি এবং ক্যামেরা সেকশনে নতুন ফোনে উল্লেখযোগ্য ফিচার থাকার বেশ সম্ভাবনা রয়েছে।
ডিজাইন
একটি মডার্ন স্মার্টফোন দেখতে যেমন হয় নতুন ফোনে তার সকল ডিজাইন বৈশিষ্ট্য দেওয়া থাকবে। এটির পুরুত্ব মাত্র ৮.৫ মিলিমিটার হয় যা সহজে হাতে গ্রিপ করা যাবে। স্মার্টফোনের পেছনে আয়তাতার ক্যামেরা সেটআপ দেওয়া থাকবে। ওভারঅল ফোনটির ডিজাইন আপনাকে মুগ্ধ করবে।
ব্যাটারি
রিয়ালমির নতুন স্মার্টফোনের ৬০০০ মেগাহার্জের শক্তিশালী ব্যাটারি দেওয়া থাকবে। এর ফলে আপনাকে চার্জ নিয়ে কোন দুশ্চিন্তা করতে হবে না। পাশাপাশি ১০০ ওয়াটের ফার্স্ট চার্জিং ফিচার দেওয়া থাকার যার কারণে খুব দ্রুত ফুল চার্জ হয়ে যাবে।
প্রসেসর
আশা করা হচ্ছে রিয়ালমির নতুন স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ ইনস্টল করা থাকবে। এ চিপসেট অনেক শক্তিশালী হওয়ায় আপনি সর্বোচ্চ লেভেলের পারফরম্যান্স আশা করতে পারেন। তার ফলে মাল্টিটাস্কিং ও গেমে কোন সমস্যা হওয়ার কথা নয়।
ইউজার এক্সপেরিয়েন্স
শক্তিশালী চিপসেট, বড় ব্যাটারি ও অ্যাডভান্স লেভেলের ক্যামেরা থাকায় আপনার ইউজার এক্সপেরিয়েন্স সন্তোষজনক হওয়ার কথা। ফোনটির পূরত্ব কম থাকার কারণে এবং টেকসই বিল্ড কোয়ালিটির ফিচার থাকায় আপনি যথেষ্ট স্বাচ্ছন্দ্যে ফোনটি ব্যবহার করতে পারবেন।
এর আগে রিয়েলমি GT5 Pro ফোনে 6.78 ইঞ্চির ডিসপ্লে ছিলো যারা পিক ব্রাইটনেস হবে ৪৫০০ নেট পর্যন্ত। ডিসপ্লের রেজুলেশন ছিলো ২৭৮০ গুণ ১২৬৪। ডিসপ্লের রিফ্রেশ রেট ছিলো ১৪৪ হার্জ। স্মার্টফোনটির মেইন ক্যামেরা ছিলো ৫০ মেগাপিক্সেল। পাশাপাশি ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ম্যাক্রা ক্যামেরা ছিলো। 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স এবং সেলফি তোলার জন্য সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া ছিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।