বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পড়ে গেলেও ফোনটিকে সুরক্ষিত রাখবে এমনই অভিনব ফিচার সমৃদ্ধ নতুন স্মার্টফোন এনেছে রিয়েলমি। রিয়েলমি নোট ৬০এক্স মডেলের এই ফোনটিতে থাকছে ড্রপ প্রোটেকশন নামের বিশেষ এই ফিচার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রিয়েলমি নোট সিরিজের এই ফোনটিতে রয়েছে ‘আর্মরশেল’ প্রোটেকশন। যেখানে থাকছে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যার মধ্যে রয়েছে একটি টেকসই ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো এবং শক প্রতিরোধক সার্কিট বোর্ড। এছাড়াও রয়েছে অভ্যন্তরীণ সিলিং এবং ইঞ্জিনিয়ারিং অংশ। যা ফোনটিকে হঠাৎ পড়ে যাওয়া, পানি ও ধুলা-ময়লা থেকে সুরক্ষিত রাখবে।
ফোনটিতে আরো রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির চমৎকার ডিসপ্লে। যার ফলে সূর্যের উজ্জ্বল আলোতেও পুরোপুরি ঝকঝকে ও প্রাণবন্ত ছবি দেখা যাবে। পাশাপাশি ফোনটিতে থাকা আই কমফোর্ট মোড নীল আলো কমিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লেটি চোখের জন্য তুলনামূলক আরামদায়ক হয়। এতে রয়েছে ৫ হাজার এমএএইচ শক্তিশালি ব্যাটারি। আর ফোনটি একবার পরিপূর্ণ চার্জেই চলবে ৪৮ দিন।
অক্টা-কোর প্রসেসর যুক্ত থাকায় ফোনটিতে যেকোনো কাজ সহজেই করতে পারবেন। হালকা ওজনের পাতলা এ ফোনটিতে রয়েছে ৪ জিবি সাধারণ র্যাম এবং ৮ জিবি ডায়নামিক র্যামসহ ৬৪ জিবি স্টোরেজ সুবিধা। দেশের সকল রিয়েলমির অথরাইজড রিটেইল স্টোর থেকে কেনা যাবে ফোনটি। দাম ১০ হাজার ৯৯৯ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।