বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে স্ন্যাপড্রাগন ৬৮৫ ৬এনএম চিপসেট নিয়ে এসেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। সি সিরিজের ফোনে প্রথমবারের মতো যুক্ত হলো এই প্রসেসর। এছাড়া রিয়েলমি সি৬৭ ফোনটিতে ভালো ছবি তোলার সুবিধা দিতে থাকছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারের পাশাপাশি এদেশে উন্মুক্ত করা হয় ফোনটি।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বজুড়ে এই সিরিজের ১০০ মিলিয়নেরও বেশি ফোন বাজারে ছাড়ার পর নতুন সি৬৭ মডেলটি নিয়ে এলো প্রতিষ্ঠানটি। ফোনটির ক্যামেরায় রয়েছে সেগমেন্টের প্রথম শক্তিশালী ইন সেন্সর জুম এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর। রিয়েলমি সি৬৭ সিরিজটি স্মার্টফোন ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন এক মানদণ্ড স্থাপন করেছে। ফোনটিতে থাকছে ৩এক্স ইন-সেন্সর জুম। এই সিরিজে প্রথমবারের মতো উন্নত ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা আপনার বৈচিত্র্যময় ছবি তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এবারই প্রথম স্ন্যাপড্রাগন প্রসেসরের অসাধারণ পারফরম্যান্সের সাক্ষী হবেন রিয়েলমি প্রেমীরা। এই চিপসেট সিপিইউতে ১৫ শতাংশ বুস্টিং পারফরম্যান্স, জিপিইউয়ের ক্ষেত্রে বাড়তি ১০ শতাংশ পারফরম্যান্স এবং মূল ফ্রিকোয়েন্সিতে ২.৮ গিগা হার্টজের অনন্য সমন্বয় থাকছে। ফলে ফোনপ্রেমীদের মিলবে মাল্টি-টাস্কিং ও গেমিংয়ের সুবিধা। এছাড়াও ফোনটিতে উজ্জ্বল ৯৫০ নিট ডিসপ্লে রয়েছে, যা যেকোনো ছবি বা ভিডিও দেখার দারুণ ভিজুয়াল প্রদান করে। এমনকি সরাসরি সূর্যের আলোতেও স্পষ্ট দেখা যাবে কন্টেন্ট। ফোনটিতে থাকছে ডায়নামিক নচ মিনি ক্যাপসুল ২.০ এবং ইন্টারেক্টিভ সফটওয়্যার।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সুবিধাসহ ফোনটি পাওয়া যাবে সানি ওয়েসিস ও ব্ল্যাক রক দুটি রঙে। দাম ২২ হাজার ৯৯৯ টাকা। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের যেকোনো স্টোরে প্রি-বুকিং দিতে পারবেন। একই দিনে দারাজে থাকছে স্পেশাল ফ্ল্যাশসেল, যেখানে ছাড়ে মিলবে ফোনটি। ইএমআই, এক্সপ্রেস ডেলিভারি এবং ওয়ারেন্টি সুবিধাসহ ফোনটি মিলবে ২১ হাজার ৬৯৯ টাকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।