বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি নতুন ফোন নিয়ে বাজারে হাজির হলো। মডেল রিয়েলমি নারজো ৬০এক্স। এই ফোনে ১২০ হার্জের রিফ্রেশ রেটসহ একটি ৬.৭২ ইঞ্চির আইপিএস ডিসপ্লে রয়েছে। এছাড়াও, এই হ্যান্ডসেটটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি ৬১০০ প্লাস মডেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে অনেকগুলো কাজ একসঙ্গে করা যায় বলে দাবি কোম্পানির।
রিয়েলমি নারজো ৬০এক্স মডেলের ফোন পাওয়া যাবে দুইটি র্যাম ভার্সনে। একটি কেনা যাবে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রমে। অন্যটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমে।
ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এতে ৬.৭২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল রয়েছে। যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে। এতে মিডিয়াটেকের ডায়মেনসিটি ৬১০০ প্লাস মডেলের প্রসেসর দেওয়া হয়েছে। যা মাল্টিটাস্কিং সাপোর্ট করে। ফলে একই সঙ্গে ফোনটি দিয়ে নানা কাজ করা যাবে।
নতুন এই রিয়েলমি স্মার্টফোনের পেছনে একটি ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি এবং সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
আপনি এই ফোনটি বেগুনি এবং সবুজ রঙে কিনতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।