বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চীনা মোবাইল ব্র্যান্ড রিয়েলমি ভবিষ্যতে উন্মোচন হওয়া তাদের আর কোনো ফোনের সাথে চার্জার দিবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে আলাদা করে চার্জার কিনে নিতে হবে গ্রাহকদের। কিছুদিনের মধ্যেই বাজারে আসছে রিয়েলমির নারজো সিরিজের ৫০এ প্রাইম ফোন। এই ফোন দিয়েই চার্জার না থাকার বিষয়টি শুরু করবে তারা।
রিয়েলমি তাদের কমিউনিটি ওয়েবসাইটে প্রকাশ করা একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এই সিদ্ধান্তের পেছনে কোম্পানির একটাই লক্ষ্য, সেটা হলো কার্বন এমিশন কমানো। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে কার্বন এমিশন কমানোর লক্ষ্য স্থির করেছে প্রতিষ্ঠানটি।
এ কারণে ধারণা করা হচ্ছে, শুধু নারজো ৫০এ প্রাইম স্মার্টফোনে নয়, ভবিষ্যতে উন্মোচন হওয়া রিয়েলমির কোনো মোবাইল ফোনেই চার্জারের দেখা মিলবে না। রিয়েলমির এই পোস্টের নিচে অনেক গ্রাহক কমেন্ট করে জানান, এই সিদ্ধান্তে তারা হতাশ। চার্জার না দিলে রিয়েলমির ফোন না কেনার হুমকিও দেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।