বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি ইন্ডিয়া তাদের প্রোডাক্ট পেজে নারজো ৭০ প্রো ৫জি ফোনের জন্য Early Bird সেলের ঘোষণা করেছে। ১৯ মার্চ সন্ধে ৬টা থেকে সেই সেল শুরু হবে। আর ফোন লঞ্চ হবে দুপুর ১২টায়।
আগামী ১৯ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে সংস্থার তরফ থেকে ফোনের ডিজাইন এবং কিছু ফিচার প্রকাশ্যে আনান হয়েছে। সম্ভাব্য কিছু ফিচারও ফাঁস হয়েছে। রিয়েলমি নারজো ৬০ প্রো ৫জি (Realme Narzo 60 Pro 5G) ফোনের সাকসেসর হিসেবে এই নতুন মডেল লঞ্চ হতে চলেছে। এবার ফোনের আনুষ্ঠানিক লঞ্চের আগে রিয়েলমির তরফে নারজো ৭০ প্রো ৫জি ফোনের জন্য একটি Early Bird সেলের ঘোষণা করা হয়েছে। ক্রেতারা বেশ কিছু অফার পাবেন রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন কেনার ক্ষেত্রে। চলুন দেখে নেওয়া যাক রিয়েলমির এই Early Bird সেলে কী কী সুবিধা থাকছে ক্রেতাদের জন্য।
রিয়েলমি ইন্ডিয়া তাদের প্রোডাক্ট পেজে নারজো ৭০ প্রো ৫জি ফোনের জন্য Early Bird সেলের ঘোষণা করেছে। ১৯ মার্চ সন্ধে ৬টা থেকে সেই সেল শুরু হবে। আর ফোন লঞ্চ হবে দুপুর ১২টায়। রিয়েলমি জানিয়েছে, যারা Early Bird সেলে নারজো ৭০ প্রো ৫জি ফোন কিনবেন তাঁরা প্রায় ৪২৯৯ টাকা সাশ্রয় করতে পারবেন। বাকি সুযোগ সুবিধার কথা ফোন লঞ্চের সময় জানানো হবে বলেও শোনা গিয়েছে।
অন্যদিকে আবার এও শোনা যাচ্ছে যে রিয়েলমি এই সেলে নতুন ফোনের সঙ্গে ক্রেতারা রিয়েলমি বাডস টি৩০০- এই ইয়ারবাডসটি পাবেন Dome Green রঙে, যার দাম ২২৯৯ টাকা। এছাড়াও ফোনের ক্ষেত্রে ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশন থাকবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন কেনা যাবে।
রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে চলেছে, দেখে নেওয়া যাক : রিয়েলমি নারজো সিরিজের এই ৫জি ফোনে একটি Duo Touch Glass ডিজাইন থাকতে চলেছে। ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে বড় গোলাকার ক্যামেরা মডিউল। ফোনের রেয়ার প্যানেলের উপরের দিকের অংশে মাঝ-বরাবর এই ক্যামেরা মডিউল থাকবে। এই ক্যামেরার ডিজাইন অনেকটা বিলাসবহুল ঘড়ির ধরনের। রিয়েলমি ১২ সিরিজের ফোনেও রয়েছে এই ধরনের ক্যামেরা মডিউল। ডুয়াল টোনের সবুজ শেডে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন।
রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 রেয়ার ক্যামেরা সেনসর থাকবে যেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে।
১২ জিবি র্যামের সুবিধা নিয়ে লঞ্চ হলো রিয়েলমির নতুন স্মার্টফোন
এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকতে পারে। অনুমান করা হচ্ছে, রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোনে রিরব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন। শোনা গিয়েছে, এই ফোনের দাম ৩০ হাজার টাকার আশপাশে হতে পারে। তবে এই প্রসঙ্গে রিয়েলমি সংস্থা কিছু ঘোষণা করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।