বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে Realme Narzo 70 Turbo ফোনের লঞ্চ সম্পর্কে জানানোর পর কোম্পানি এবার এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে আগামী 9 সেপ্টেম্বর ভারতীয় বাজারে ফোনটি লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও ফোনটিতে আকর্ষণীয় মোটারস্পোট এবং নতুন টার্বো ডিজাইন থাকবে বলে জানানো হয়েছে। এই ফোনটি বর্তমানে Realme Narzo 70 সিরিজের অধীনে পেশ করা হবে। এই সিরিজে ইতিমধ্যে Narzo 70 Pro ফোনটি লঞ্চ করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে প্রেস রিলিজ শেয়ার করে আপকামিং ফোনটি আগামী 9 সেপ্টেম্বর দুপর 12টা পেশ করা হবে বলে জানানো হয়েছে। কোম্পানির অফিসিয়াল ইউটিইউব চ্যানেলের মাধ্যমের এই ইভেন্টের লাইভ দেখানো হবে। এছাড়াও কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এই লঞ্চ ইভেন্ট সম্পর্কে তথ্য শেয়ার করা হবে।
Realme Narzo 70 Turbo ফোনটি বেশ পাতলা হতে চলেছে। এই ফোনটির থিকনেস মাত্র 7.6mm হবে। টিজার ইমেজ অনুযায়ী ফোনটির ব্যাক প্যানেলে মাঝখানে হলুদ কালারের স্ট্রাইপ রয়েছে। এবার Realme তাদের সার্কুলার ক্যামেরা মডিউলের পরিবর্তে এই Narzo 70 Turbo ফোনটিতে চারকোণা ক্যামেরা মডিউল এবং ট্রিপল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে ফোনটিতে 3.5mm অডিও জ্যাক এবং উপরে স্পিকার দেওয়া হয়েছে। সবমিলিয়ে ফোনটিতে গেমিং এবং স্পীডের ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ডিজাইন অনুযায়ী কোম্পানির আপকামিং ফোনটিতে পারফরমেন্সের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে অ্যাডভান্স টার্বো ফিচার দেওয়া হবে। এছাড়া ফোনটি Mediatek Dimensity 7300 Energy 5G SOC থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এর AnTuTu স্কোর 7,50,000 হবে।
সম্প্রতি আমরা এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে আপকামিং Narzo 70 Turbo ফোনটির কালার এবং RAM/স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে জানিয়েছিলাম। এই ফোনটি RMX5003 মডেল নাম্বার সহ বেগুনি, হলুদ এবং সবুজ কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানা গেছে।
Realme Narzo 70 Turbo 5G ফোনটি বিভিন্ন কনফিগারেশন সহ পেশ করা হবে। এর মধ্যে 6GB + 128GB স্টোরেজ, 8GB + 128GB স্টোরেজ, 8GB + 256GB স্টোরেজ এবং 12GB + 256GB স্টোরেজ দেওয়া হবে। ক্যামেরার FV-5 লিস্টিং অনুযায়ী ফোনটির পিছনের দিকে EIS এবং f/1.9 অ্যাপারচার সহ 12.6MP (পিক্সেল বাইনিং সহ 50MP) ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
ফোনটির সামনের দিকে EIS এবং f/2.5 অ্যাপারচার সহ 4MP স্ন্যাপার রয়েছে, এটি 8MP বা 16MP হিসেবে সেল করা হতে পারে। এছাড়াও আপকামিং ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত বিশেষ কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। আগেই জানানো হয়েছিল এই সিরিজে Realme Narzo 70 5G, Narzo 70x 5G এবং Narzo 70 Pro 5G স্মার্টফোনগুলি থাকবে। Realme এর বক্তব্য অনুযায়ী টার্বো প্রো ভেরিয়েন্টের চেয়ে এই ফোনটি এক ধাপ এগিয়ে থাকতে পারে এবং টপ-টিয়ার পারফরমেন্স দিতে পারে জানা গেছে। Realme পক্ষ থেকে জানানো হয়েছে আপকামিং ফোনটি গেমিঙের জন্য ডিজাইন করা হয়েছে, তাই এতে বিশেষ কিছু গেমিং ফিচার দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।