বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : realme ভারতে তাদের NARZO সিরিজের দুটি নতুন স্মার্টফোন realme Narzo 80 Pro 5G আর realme NARZO 80x 5G লঞ্চ করেছে, এই নতুন স্মার্টফোনটির দাম মাত্র ₹19,999 টাকা থেকে শুরু। realme-র এই স্মার্টফোনে 26GB পর্যন্ত RAM এবং 6000mAh ব্যাটারী দেওয়া হয়েছে। চলুন realme Narzo 80 Pro 5G Specifications সম্পর্কে জেনে নেওয়া যাক।
realme Narzo 80 Pro 5G Price
realme Narzo 80 Pro 5G স্মার্টফোনেটিতে শক্তিশালী Performance, ব্যাটারী এর পাশাপাশি দুর্দান্ত ক্যামেরাও দেখতে পাওয়া যায়। যদি realme Narzo 80 Pro 5G Price সম্পর্কে আলোচনা করি, তবে এই মিড রেঞ্জ 5G স্মার্টফোনটি 2টি Storage Variant এর সাথে লঞ্চ হয়েছে। এই মিড রেঞ্জ স্মার্টফোনটির 8GB RAM ও 256GB Storage ভ্যারিয়েন্টটির দাম ভারতে মাত্র ₹19,999 টাকা। আর এই স্মার্টফোনটির টপ স্টোরেজ ভ্যারিয়েন্ট 12GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ₹21,999 টাকা।
realme Narzo 80 Pro 5G Display: realme Narzo 80 Pro 5G স্মার্টফোনটির ডিসপ্লে সম্পর্কে যদি আলোচনা করি, তবে realme Narzo 80 Pro 5G স্মার্টফোনটির মধ্যে 6.77″ এর 1.5K FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফুল এইচডি প্লাস ডিসপ্লেটি 120Hz Refresh Rate সাপোর্ট করে।
realme Narzo 80 Pro 5G Processor: realme Narzo 80 Pro 5G স্মার্টফোনটি Performance এর দিক থেকেও খুবই শক্তিশালী। যদি realme Narzo 80 Pro 5G Specifications সম্পর্কে আলোচনা করি, তবে এই মিড রেঞ্জ স্মার্টফোনটির মধ্যে Dimensity 7400 প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ ভেরিয়েন্টের সাথে আসে। এই শক্তিশালী স্মার্টফোনটির RAM কে ভার্চুয়াল RAM এর সাহায্যে 26GB RAM পর্যন্ত বাড়ানো সম্ভব।
realme Narzo 80 Pro 5G Camera: realme Narzo 80 Pro 5G-র মধ্যে দুর্দান্ত ক্যামেরাও দেখতে পাওয়া যায়। যদি realme Narzo 80 Pro 5G Camera সম্পর্কে আলোচনা করি, তবে এই শক্তিশালী মিড রেঞ্জ স্মার্টফোনটির পেছনে 50 মেগাপিক্সেল এর ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এই শক্তিশালী স্মার্টফোনটির ফ্রন্টে 16 মেগাপিক্সেল এর দুর্দান্ত সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
realme Narzo 80 Pro 5G Battery: realme Narzo 80 Pro 5G স্মার্টফোনটি পাওয়ারফুল প্রসেসর এর পাশাপাশি ব্যাটারির দিক থেকেও খুবই শক্তিশালী। যদি realme Narzo 80 Pro 5G Battery সম্পর্কে আলোচনা করি, তবে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।