বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি (Realme) তাদের পরবর্তী Narzo মডেলের ওপর বর্তমানে কাজ করছে। ফোনটিকে ঘিরে ইতিমধ্যেই অনলাইনে জল্পনা শুরু হয়েছে। আসন্ন ডিভাইসটি Realme Narzo 80x 5G নামে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে, যা সম্ভবত একটি মিড রেঞ্জ স্মার্টফোন হবে। কিন্তু এর আনুষ্ঠানিক লঞ্চের আগেই একটি রিপোর্ট থেকে Realme Narzo 80x ফোনের কালার অপশন এবং স্টোরেজ ভ্যারিয়েন্টগুলি সর্ম্পকে বিস্তারিতভাবে জানা গেছে। আসুন এগুলো দেখে নেওয়া যাক।
৯১ মোবাইলস-এর একটি সাম্প্রতিক রিপোর্ট থেকে Realme Narzo 80x সম্পর্কিত নতুন তথ্যগুলি পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী, Narzo 80x ফোনের ভারতীয় সংস্করণটি RMX3944 মডেল নম্বর বহন করে। জানিয়ে রাখি, এটি একই মডেল নম্বর যা এর আগে প্রকাশিত Realme P3x হ্যান্ডসেটে দেখা গিয়েছিল। আসন্ন রিয়েলমি নার্জো ফোনটি সম্ভবত অ্যামাজন (Amazon) এর সাইটে বিক্রি হবে এবং এটি তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এগুলি হল – ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ।
প্রতিবেদনে এও প্রকাশ করা হয়েছে যে, Realme Narzo 80x দুটি আকর্ষণীয় রঙের বিকল্পে বাজারে আসতে চলেছে – সানলিট গোল্ড এবং ডিপ ওশান। তবে এগুলি বাদে রিপোর্টটি থেকে আর কিছু জানা যায়নি। কিন্তু যেহেতু গত বছর এপ্রিল মাসে Realme Narzo 70x ফোনটি লঞ্চ হয়েছিল তা মনে করা হচ্ছে যে এর উত্তরসূরিটিও এবছর একই সময় নাগাদ লঞ্চ হতে পারে।
যদি, Realme Narzo 80x হ্যান্ডসেটটি Realme P3x ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হয়, তাহলে এতে লম্বা ৬.৭২ ইঞ্চির এলসিডি প্যানেল থাকতে পারে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। Realme P3 মডেলে MediaTek Dimensity 6400 প্রসেসর রয়েছে, যা সর্বোচ্চ ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ স্মার্টফোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, একটি মাইক্রোএসডি কার্ড, এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) + আইপি৬৯ (IP69) রেটিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।