বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি সংস্থা তাদের ‘স্লিমেস্ট’ ফোন রিয়েলমি নারজো এন৫৩ লঞ্চ করতে চলেছে ভারতে। গত বৃহস্পতিবার (১৮ মে) এও ফোন ভারতে লঞ্চ হয়েছে বলে জানা গিয়েছে। রিয়েলমি নারজো এন সিরিজের দ্বিতীয় ফোন হিসেবে এই মডেল ভারতের বাজারে আসছে। এর আগে রিয়েলমি নারজো এন৫৫ লঞ্চ হয়েছিল। চলতি বছরের শুরুর দিকেই এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে।
রিয়েলমি নারজো এন৫৩ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
রিয়েলমি নারজো এন৫৩ ফোন ৭.৪৯ মিলিমিটার পুরু হতে চলেছে বলে শোনা গিয়েছে। রিয়েলমির অন্যান্য ফোনের তুলনায় এই মডেল অনেক স্লিম। এমনকি এই ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবে যেসব মডেল সেগুলোর থেকেই এই ফোন অনেক সরু বা স্লিম।
রিয়েলমির এই ফোন ৭.৪৯ মিলিমিটার পুরু হতে চলেছে বলে শোনা গিয়েছে। রিয়েলমির অন্যান্য ফোনের তুলনায় এই মডেল অনেক স্লিম। এমনকি এই ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবে যেসব মডেল সেগুলোর থেকেই এই ফোন অনেক সরু বা স্লিম।
রিয়েলমির স্লিমেস্ট ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৩৩ ওয়াটের SUPERVOOC ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। রিয়েলমি কর্তৃপক্ষের দাবি, এই ফোনে ৫০ শতাংশ চার্জ হবে ৩৪ মিনিটে।
ফোন অনেকক্ষণ টানা ব্যবহার করলে বা চার্জে বসানো থাকা অবস্থায় যাতে ডিভাইস খুব গরম হয়ে না যায় সেই জন্য রিয়েলমি নারজো এন৫৩ ফোনে একটি ওভার টেম্পারেচার প্রোটেকশন ফিচার থাকবে বলে শোনা যাচ্ছে।
রিয়েলমি নারজো এন৫৩ ফোনের সম্ভাব্য দাম
শোনা যাচ্ছে, এই ফোনের দাম ১৩ হাজার টাকার আশপাশে হতে পারে। যদিও এই ফোনের সঠিক দাম এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।