লঞ্চ হল 8GB RAM সহ Realme Narzo N53, চলুন ফিচার ও দাম দেখে নেওয়া যাক

Realme Narzo N53

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ১০ হাজার টাকার চেয়েও সস্তা Realme Narzo N53 যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠছে। এতদিন ফোনটি শুধুমাত্র 4GB RAM এবং 6GB RAM মডেলে সেল করা হত, এবার এই ফোনের নতুন 8GB RAM ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। উৎসবের মরশুমে কম দামের মধ্যে এটি একটি ভালো স্মার্টফোন অপশন হয়ে উঠতে পারে। চলুন দেখে নেওয়া যাক Realme Narzo N53 এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Realme Narzo N53

Realme Narzo N53 এর দাম
স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস
4GB RAM + 64GB Storage ₹8,999
6GB RAM + 128GB Storage ₹10,999
8GB RAM + 128GB Storage ₹11,999

Realme Narzo N53 ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্ট 6GB RAM + 128GB মেমরি সহ পেশ করা হয় এবং এই মডেলের দাম রাখা হয় 10,999 টাকা। Realme Narzo N53 ফোনের নতুন 8GB RAM + 128GB মডেল 11,999 টাকা দামে পেশ করা হয়েছে।

Realme Narzo N53 এর অফার
লঞ্চ প্রাইস ডিসকাউন্ট/ক্যাশব্যাক অফার এফেক্টিভ সেল প্রাইস
₹8,999 ₹1,000 ₹7,999
₹10,999 ₹1,500 ₹9,499
₹11,999 ₹2,000 ₹9,999

দীপাবলি উপলক্ষে ব্র্যান্ডের পক্ষ থেকে তাদের এই ফোনের দামে 2,000 টাকা পর্যন্ত বেনিফিট দেওয়া হচ্ছে। ফোনের 4GB RAM মডেলে 1,000 টাকা এবং 6GB RAM ভেরিয়েন্টে 1,500 টাকা ছাড় দেওয়া হচ্ছে। নতুন 8GB RAM ভেরিয়েন্টের ক্ষেত্রে 1,000 টাকা ছাড় এবং 1,000 টাকা কুপন দেওয়া হচ্ছে। ফলে Realme Narzo N53 ফোনের 8GB RAM মডেলের এফেক্টিভ প্রাইস 9,999 টাকা হয়ে গেছে।

Realme Narzo N53 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Realme Narzo N53 ফোনে 6.74 ইঞ্চির ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে/ এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট, 180 হার্টস টাচ
স্যাম্পেলিং রেট, 450 নিটস ব্রাইটনেস এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি Unisoc T612 অক্টাকোর প্রসেসরে কাজ করে।

স্টোরেজ: এই ফোনটিতে 6GB virtual RAM ফিচার রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Narzo N53 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 77° ফিল্ড অফ ভিউ সাপোর্টেড 50 মেগাপিক্সেল প্রাইমারি 5পি লেন্স রয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি: Realme Narzo N53 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি রিভার্স চার্জ করতে সক্ষম।

সিকিউরিটি: ফোনটিতে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাত্নের পাশাপাশি ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।

প্রেমের প্রথম দিনের ঘটনায় অনুশকা-দীপিকাকে নিয়ে বিপদে রণবীর

কানেক্টিভিটি: Narzo N53 একটি 4G ফিচারযুক্ত ডুয়েল ন্যানো সিম স্মার্টফোন। এতে 2TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করা যায়। এতে ব্লুটুথ ও ওয়াইফাই এর পাশাপাশি ওটিজি রয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ওয়ান ইউআইতে কাজ করে।