বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি ভারতে তাদের নতুন সস্তা স্মার্টফোন realme Narzo N63 লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটি এর প্রাইস সেগমেন্টের প্রথম প্রিমিয়াম ভেগান লেদার ব্যাক সহ স্মার্টফোন। এছাড়াও এই ফোনে 5000mAh ব্যাটারি এবং 50MP Ai ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটি দুটি কালার ও দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। নিচে এই ফোনটির স্পেসিফিকেশন ও দামের পাশাপাশি বাজারে উপস্থিত কোন ফোনের সঙ্গে এই ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হবে সেই বিষয়ে জানানো হল।
কোম্পানি তাদের realme Narzo N63 ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করেছে। এই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ অপশনের দাম 8499 টাকা রাখা হয়েছে এবং এই ফোনে 500 টাকা অফার দেওয়া হচ্ছে। অফার সহ এই ফোনটি কেনার সময় মাত্র 7,999 টাকা দাম দিতে হবে। একইভাবে 4GB RAM + 128GB মডেলের দাম 8999 টাকা। তবে 500 টাকা অফার দিয়ে ফোনটির দাম 8,499 টাকা।
আগামী 10 জুন 2024 দুপুর 12টার সময় শুরু হয়ে 14 जून, 2024 পর্যন্ত realme.com এবং Amazon.in সাইটে এই ফোনের প্রথম সেল আয়োজিত হবে। এই সেলে ফোনটি কিনলে উভয় মডেলে 500 টাকার অফার পাওয়া যাবে।
স্পেসিফিকেশন : ডিসপ্লে: Narzo N63 ফোনে 6.67 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট ও 560 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত UNISOC T612 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। স্টোরেজ: কোম্পানি এই ফোনটি একটি RAM এবং দুটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। এই ফোনে 4GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। এছাড়াও এতে 4GB Dynamic RAM ফিচার দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 50MP Dual Rear Camera সেটআপ যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8MP Front Camera রয়েছে। ব্যাটারি: Realme C63 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 45W Quick Charge ফিচার সহ 5000mAh Battery দেওয়া হয়েছে।
ইনফিনিক্স নিয়ে আসছে নোট-৪০ সিরিজের রেসিং এডিশন, রইল দাম ও ফিচার
দামের দিক থেকে Narzo N63 ফোনটিকে ভারতের বাজারে Tecno Spark 20 এবং moto g24 power ফোনদুটির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। এই দুটি ফোনের দাম যথাক্রমে 8,999 টাকা এবং 8,249 টাকা থেকে শুরু হয়। যাদের realme Narzo N63 ফোনটি পছন্দ হয়েছে তাঁরা এই ফোনদুটিও দেখতে পারেন। জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি দেশের বাজারে একই প্রাইস রেঞ্জে Redmi A3x ফোনটিও লঞ্চ হতে চলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।