একেবারে কমমূল্যে দুর্দান্ত ফিচারের ৫জি স্মার্টফোন আনলো রিয়েলমি, রইল বিস্তারিত

Realme NARZO N65 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত মে মাসে রিয়েলমি তাদের বাজেট স্মার্টফোন হিসাবে Realme NARZO N65 5G লঞ্চ করেছিল। এই ফোনটি ভারতের বাজারে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে অফিসিয়াল ওয়েবসাইট ও শপিং সাইট আমাজনে কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে এই ফোনটি লঞ্চ প্রাইসের চেয়ে কম দামে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Realme NARZO N65 5G

কোম্পানির সাইটে realme NARZO N65 5G ফোনের অফার : কোম্পানির সাইটে NARZO N65 5G ফোনের দামে 1,250 টাকা পর্যন্ত কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফোনটির 6GB+128GB মডেলে 1,250 টাকা ছাড় দেওয়ার ফলে এই ফোনটি 9,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

অন্যদিকে ফোনটির 4GB+128GB মডেলে 1,000 টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে এই ফোনটি মাত্র 9,499 টাকা দামে কেনা যাবে। কোম্পানির সাইটে কুপন ডিসকাউন্ট ছাড়াও MobiKwik অফার দেওয়া হচ্ছে। অর্থাৎ এই প্ল্যাটফর্মের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকদের 1,000 টাকা ক্যাশআক দেওয়া হবে।

* 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের পুরনো প্রাইস: 10,499 টাকা
* 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের অফার প্রাইস: 9,499 টাকা
* 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের পুরনো প্রাইস: 11,249 টাকা
* 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের অফার প্রাইস: 9,999 টাকা

আমাজনে realme NARZO N65 5G ফোনের অফার : আমাজনে realme NARZO N65 5G ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দামে 1,000 টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে এই মডেল 10,498 টাকা দামে কেনা যাবে।

একইভাবে ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দামে 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে এই ফোনটি 10,998 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে।
অফার ছাড়াও 11,850 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং নো কস্ট EMI অপশনও দেওয়া হচ্ছে।

এই বাজেট ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে সস্তা দামে সেল করা হচ্ছে।

* 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের পুরনো প্রাইস: 11,498 টাকা
* 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের অফার প্রাইস: 10,498 টাকা
* 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের পুরনো প্রাইস: 12,498 টাকা
* 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের অফার প্রাইস: 10,998 টাকা

realme NARZO N65 5G ফোনের স্পেসিফিকেশন : ডিসপ্লে: realme Narzo N65 5G স্মার্টফোনে 720 x 1604 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির এচডি ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে পাঞ্চ-হোল স্টাইল সহ 120Hz রিফ্রেশ রেট এবং 625nits ব্রাইটনেস দেওয়া হয়েছে।

প্রসেসর: realme Narzo N65 5G স্মার্টফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 5G অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Arm Mali G57 MC2 GPU রয়েছে।

স্টোরেজ: এই রিয়েলমি স্মার্টফোনে 4জিবি RAM এবং 6জিবি RAM সহ দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই দুটি মডেলেই 128জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনে 6GB Dynamic RAM ফিচার রয়েছে যা ফিজিক্যাল RAM এর সঙ্গে যুক্ত হয়ে 12জিবি RAM এর পারফরমেন্স দেয়। এই ফোনে 2TB মেমরি কার্ড ব্যাবহার করা যাবে।

ক্যামেরা: realme NARZO N65 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপচারযুক্ত 50MP মেইন সেন্সর যা 26mm ফোকাল লেন্থ এবং 80° FOV ফিচার যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপচারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য realme NARZO N65 5G স্মার্টফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং ইউএসবি টাইপ সি পোর্ট সহ 5,000mAh ব্যাটারি রয়েছে। ওএস: realme NARZO N65 5G ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং realme UI 5.0 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট সহ পেশ করা হয়েছে।

কাঁচের মত চকচক করবে ত্বক, সপ্তাহে একদিন ব্যবহার করুন পেস্টটি

ওয়াটারপ্রুফিং: realme NARZO N65 5G স্মার্টফোনে IP54 রেটিং সহ বাজারে লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই ফিচারটিকে বিশেষ গুরুত্ব সহ প্রোমোট করছে। Rainwater Smart Touch ফিচারটির মাধ্যমে ভেজা হাতেও ফোনটি সহজেই ব্যবহার করা যাবে।জানিয়ে রাখি এই ফোনেড় থিকনেস মাত্র 7.89mm এবং মাত্র190 গ্রাম।