বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনের কোম্পানি Realme আগামীকাল 11 ডিসেম্বর তার বহুপ্রতিক্ষিত স্মার্টফোন Realme Neo 7 লঞ্চ করতে চলেছে। নতুন ফোন Realme GT Neo 6 এর সাক্সেসার হিসেবে লঞ্চ হবে। রিয়েলমি নিও 7 প্রথম মিড রেঞ্জ প্রাইস সেগামেন্টে আসবে বলে টিজ করা হয়েছে। এখন রিয়েলমির অফিসিয়াল সাইট থেকে নিও 7 ফোনের দাম লিক হয় গেছে। রিয়েলমি নিও 7 ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ চিপসেটে চলবে এবং এতে 7000mAh ব্যাটারি থাকবে।
কোম্পানি জানিয়েছে যে রিয়েলমি নিও 7 চীনের বাজারে 11 ডিসেম্বর দুপুর 4 টায় (ভারতীয় সময় অনুযায়ী সকাল 2.30 টায়) লঞ্চ হবে। এই ফোন রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইটে আগে থেকেই প্রি-বুকিং করা হচ্ছে।
Realme Neo 7 ফোনের দাম কত হবে
রিয়েলমি নিও 7 এর 12GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম চীনের রিয়েলমি সাইটে 2499 ইউয়ান দামে (প্রায় 29,219 টাকা) লিস্ট করা। ফোনটি 2 মিলিয়ান থেকে বেশি AnTuTu স্কোর সহ টিজ করা হয়েছে।
রিয়েলমি নিও 7 স্মার্টফোনের স্পেসিফিকেশন কেমন হবে
ডিসপ্লে: রিয়েলমির এই ফোনে 6.78-ইঞ্চি সহ 1.5K রেজোলিউশন ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। এটি 120Hz রিফ্রেশ রেট, 8T LTPO BOE S2, 6000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
প্রসেসর: রিয়েলমির এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ চিপসেট অফার করা হবে।
RAM এবং স্টোরেজ: পারফরম্যান্স ক্ষেত্রে রিয়েলমি ফোনটি 16GB পর্যন্ত RAM এবং 512GB স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে OIS সহ 50MP মেইন রিয়ার ক্যামেরা এবং 8MP সেকেন্ডারি ক্যামেরা হবে। সেলফি তোলার জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি নিও 7 ফোনে 7000mAh ব্যাটারি থাকতে পারে। এটি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।